গিলের সেঞ্চুরিতে ফাইনালে গুজরাত

টিবিএন ডেস্ক

মে ২৭ ২০২৩, ৫:০০

সেঞ্চুরির পর শুভমান গিলের উদযাপন। ছবি: টুইটার

সেঞ্চুরির পর শুভমান গিলের উদযাপন। ছবি: টুইটার

  • 0

টানা দ্বিতীয়বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল নিশ্চিত করেছে গুজরাত টাইটানস। শুভমান গিলের সেঞ্চুরিতে মুম্বাই ইন্ডিয়ানসকে ৬২ রানে হারিয়েছে বর্তমান শিরোপাধারীরা।

আহমেদাবাদে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়। ভেজা পিচে আগে বল করার সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।

কন্ডিশনকে পরোয়া না করে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকেন শুভমান গিল। ঋদ্ধিমান সাহাকে নিয়ে গড়েন ৫৪ রানের ওপেনিং জুটি।

দ্বিতীয় উইকেটে সাই সুদর্শনকে নিয়ে ১৩৮ রান যোগ করেন গিল। ১৭তম ওভারের পঞ্চম ডেলিভারিতে ৬০ বলে ১২৯ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ৭টি চার।

গিল আউট হওয়ার পর সুদর্শনের ৪৩ ও হার্দিক পান্ডিয়ার ২৮* রানে দুই শ ছাড়ায় গুজরাতের স্কোর। শেষ পর্যন্ত তিন উইকেটে ২৩৩ রানের বড় সংগ্রহ গড়ে তারা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে পড়ে মুম্বাই। মোহাম্মদ শামি দ্রুত আউট করেন রোহিত শর্মা ও নেহাল ওয়াধিরাকে।

মুম্বাইয়ের হয়ে লড়াইয়ের চেষ্টা করেন সুরিয়াকুমার ইয়াদভ, তিলক ভার্মা ও ক্যামেরন গ্রিন। ইয়াদভ ৬১, ভার্মা ৪৩ ও গ্রিন ৩০ রান করেন।

শেষ দিকে সিমার মোহিত শর্মার সিম বোলিংয়ে ধসে পড়ে মুম্বাইয়ের ইনিংস। ১৮.২ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় তারা।

মোহিত ২.২ ওভার বল করে ১০ রানে ৫টি উইকেট নেন। শামি ও রাশিদ খান নেন ২টি করে উইকেট।

আইপিলের ফাইনালে রোববার চেন্নাই সুপারকিংসের মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটাইনস। 


0 মন্তব্য

মন্তব্য করুন