মৃত্যুদণ্ড রহিত করল ঘানা

টিবিএন ডেস্ক

আগস্ট ১৩ ২০২৩, ১৭:৫০

অ্যাফ্রিকার সবশেষ দেশ হিসেবে মৃত্যুদণ্ড রহিত করল ঘানা। ছবি: সংগৃহীত

অ্যাফ্রিকার সবশেষ দেশ হিসেবে মৃত্যুদণ্ড রহিত করল ঘানা। ছবি: সংগৃহীত

  • 0

অ্যাফ্রিকার সবশেষ দেশ হিসেবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রহিত করেছে ঘানা।

দেশটির পার্লামেন্টে গত জুলাইয়ে অনুমোদিত এ সংক্রান্ত দুটি বিলে সই করেছেন প্রেসিডেন্ট নানা আদ্দো ডানকওয়া আকুফো-অ্যাডো। মৃত্যুদণ্ডের পরিবর্তে দেশটিতে এখন সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, ঘানার প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে বিলটি বিপুল সমর্থন পেয়েছে। তবে বিলটি পাশ করানোর জন্য ঘানার সংবিধানে সংশোধনী আনা প্রয়োজন ছিল। সংশোধনীর পর ২৫ জুলাই বিলগুলো প্রাথমিকভাবে ঘানার পার্লামেন্টে অনুমোদিত হয়। এরপর ২ অগাস্ট প্রেসিডেন্টের কার্যালয় এগুলো অনুমোদন করে।

মৃত্যুদণ্ড রহিত করা দেশগুলোর মধ্যে ঘানা এখন অ্যাফ্রিকার ২৯তম এবং পুরো বিশ্বের ১২৪তম দেশ। ২০২০ সালে জাম্বিয়া, সেন্ট্রাল অ্যাফ্রিকান রিপাবলিক, সিয়েরা লিওন ও চাঁদসহ অ্যাফ্রিকার অনেক দেশ মৃত্যুদণ্ড রহিত করে।

গত বছর ঘানায় সাতজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে, অ্যাফ্রিকান এই দেশটিতে ১৯৯৩ সালের পর থেকে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।

ঘানায় বর্তমানে মৃত্যুদণ্ডের শাস্তি পাওয়া আসামির সংখ্যা ১৭৬, তাদের মধে পুরুষ ১৭০ জন এবং নারী ছয় জন। তবে আইন পরিবর্তনের ফলে এখন তারা শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবেন।


0 মন্তব্য

মন্তব্য করুন