‘পি-উই হারম্যান’ খ্যাত অভিনেতা পল রুবেনস আর নেই

টিবিএন ডেস্ক

জুলাই ৩১ ২০২৩, ১৭:৫৬

পি-উই হারম্যান চরিত্রে অভিনয় করা পল রুবেনস। ছবি: সংগৃহীত

পি-উই হারম্যান চরিত্রে অভিনয় করা পল রুবেনস। ছবি: সংগৃহীত

  • 0

জনপ্রিয় শিশুতোষ টিভি সিরিজ ‘পি-উই হারম্যান শো’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা পল রুবেনস আর নেই। সোমবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার মিডিয়া টিম।

৭০ বছর বয়সী এ অভিনেতা ক্যানসারের সঙ্গে লড়ছিলেন। রোববার মারা যান তিনি,

পরদিন অর্থাৎ ৩১ জুলাই তার ফেসবুক পেইজে এক বার্তায় লেখায় হয়েছে, ‘গতরাতে আমরা পল রুবেনসকে বিদায় জানিয়েছি। তিনি ছিলেন একজন আইকনিক অভিনেতা, কমেডিয়ান, লেখক ও প্রযোজক যার জনপ্রিয় চরিত্র পি-উই হারম্যান তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি, খামখেয়ালিপনা, বিশ্বাস ও উদারতার গুরুত্ব প্রকাশ করে দীর্ঘকাল শিশু ও বড়দের সমান আনন্দ দিয়েছে।’

১৯৮১ সালে শুরু হয় পল রুবেনস অভিনীত দ্য পি-উই হারম্যান শো। প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই শিশু দর্শকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। পরে সিরিজের একাধিক সিক্যুয়েল ও সিনেমা মুক্তি পায়।

খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় ১৯৯১ সালে অশোভন আচরণের দায়ে গ্রেফতার হন রুবেনস। এরপরই ধস নামে তার জনপ্রিতায়।

ওই স্ক্যান্ডালের সময় রুবেনস তার পি-উই চরিত্রটিকে মিডিয়া থেকে সরিয়ে নেন। প্রায় দেড় দশক পর আবারও নতুন করে ২০০৯ সালে শোটিকে চালু করেন রুবেনস।


0 মন্তব্য

মন্তব্য করুন