
মেয়র হলে কি নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারবেন মামদানি?

টিবিএন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯ ২০২৫, ১৮:৩২

নিউ ইয়র্ক সিটি মেয়র পদপ্রার্থী জোরান মামদানি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
- 0
‘আমি আইনজ্ঞ নই, তবে এই ক্ষেত্রে ফেডারেল গভর্নমেন্টের যে শক্তিশালী হাত রয়েছে, সেই তুলনায় একজন সিটি মেয়রের ক্ষমতা আপনি জানেন যে, এখানে (গ্রেপ্তার) করলে তাকে কী হবে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত তথা আইসিসি। এ আদালতের নিজস্ব পুলিশ নেই। ফলে পরোয়ানা বাস্তবায়নে সদস্য দেশগুলোর ওপর নির্ভর করতে হয় আইসিসিকে।
নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জয়ী হলে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়ে রেখেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানি। এ ক্ষেত্রে তার এখতিয়ার কতটুকু, তা কমনওয়েলথ ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মো. খালেকুজ্জামানের কাছে জানতে চেয়েছেন টিবিএনের ‘আওয়ার ডেমোক্রেসি’র সঞ্চালক এহসান জুয়েল। বাস্তবতার আলোকে উত্তর দিয়েছেন অতিথি।
টিবিএন: (লন্ডনের মেয়র) সাদিক খানের পাশাপাশি জোরান মামদানি, অর্থাৎ আপনার সিটির মেয়র প্রার্থীর কথা বলছিলেন। মামদানি বলে রেখেছেন যে, তিনি মেয়র হলে যদি নেতানিয়াহ আসে, তাহলে তাকে গ্রেপ্তার করবেন; এনওয়াইপিডিকে বলবেন গ্রেপ্তার করতে, যেহেতু তার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের।
আজকে (বৃহস্পতিবার) সকালেই জাতিসংঘের সামনে বর্তমান মেয়র এরিক অ্যাডামস, তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন জাতিসংঘের নিরাপত্তা নিয়ে। আমি নিজেও গিয়েছিলাম। তাকে প্রশ্ন করা হয়েছিল যে নেতা নেতানিয়াহকে আপনি গ্রেপ্তার করবেন কি না। তিনি উত্তর দিয়েছিলেন, ‘নেতানিয়াহু আমার গেস্ট, তিনি আমার অতিথি। তিনি বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তি। জাতিসংঘে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসেন।
‘এমন কোন রেকলেস কাজ করার তো প্রশ্ন আসে না। উল্টো আমি তার সাথে দেখা করব; সাক্ষাৎ করব।’
মামদানি যে প্রেক্ষাপটে বলছেন এবং তার প্রেক্ষিতে ডনাল্ড ট্রাম্প আজকে প্রতিক্রিয়া জানিয়েছেন। মামদানি কি মেয়র নির্বাচিত হলে পারবেন নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে? এটি কি সম্ভব?
এর আগে তো গাদ্দাফি থেকে শুরু করে আরও অনেক নেতাই এই জাতিসংঘে এসেছেন। জাতিসংঘে তো আসবেন নেতারা। নিষিদ্ধরাও আসবেন, প্রসিদ্ধরাও আসবেন; সবাই আসবেন।
মামদানি কি জনপ্রিয়তার জন্য এই কথা বলছেন নাকি আসলেই তিনি চেষ্টা করবেন অ্যামেরিকাতে নেতানিয়াহু কিংবা ইসরায়েলের যেকোনো প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করার?
খালেকুজ্জামান: দেখুন মামদানির একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্ট কার্যকর করার ক্ষমতা কতটুকু, সেটা প্রশ্নের বিষয়। একজন লোকাল মেয়র আন্তর্জাতিক আইনের যে নিয়মানুবর্তিতা, যে রুলস অফ প্রসিডিউর, সেই ক্ষেত্রে আমার জানা মতে, তিনি সেটা করতে পারেন না; পারবেন না। কারণ এটা ফেডারেল গভর্নমেন্টের স্টেইট টু স্টেইট এনফোর্সমেন্ট চুক্তি রয়েছে এবং সেই ক্ষেত্রে এটা ফেডারেল গভর্নমেন্টের দায়িত্বে পড়ে…আন্তর্জাতিক ট্রাইবুনালের সে অর্ডারটা তারা কীভাবে এক্সকিউট করবেন, কতটুকু করবেন।
মামদানি এটা সম্ভবত একটু আবেগের বশেই বলেছেন এবং করতে পারবেন কি না আমার সন্দেহ আছে আইনগতভাবে।
আমি আইনজ্ঞ নই, তবে এই ক্ষেত্রে ফেডারেল গভর্নমেন্টের যে শক্তিশালী হাত রয়েছে, সেই তুলনায় একজন সিটি মেয়রের ক্ষমতা আপনি জানেন যে, এখানে (গ্রেপ্তার) করলে তাকে কী হবে।
আরেকটা কথা, আপনি শুরুতেই বলেছেন যে, এখানে কূটনৈতিক ইমিউনিটি (রেহাই) যেটা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসেন; তাদের প্রতিনিধিরা আসেন। সেই ক্ষেত্রে সেই আলোকে আপনি একজন বিদেশি অতিথিকে এখানে গ্রেপ্তার করবেন, কেননা আপনার নিজের সিটিতে ইউএন হেডকোয়ার্টার। দ্যাট’স টু চাইল্ডিশ (এটা অতি শিশুতোষ)। আমার মনে হয় না।
এই ক্ষেত্রে উনি আবেগাপ্লুত হয়ে সেটা বলেছেন বলেই আমার ধারণা। হি ক্যান প্রোভাইড আস উইথ দ্য রিয়েল এক্সপ্লেনেশন (তিনি আমাদের প্রকৃত ব্যাখ্যা দিতে পারেন)। আই থিংক দিস ইজ অ্যা জাস্ট পলিটিক্স। ইট উইল নেভার বি রিয়ালাইজড দ্যাট ওয়ে (আমি মনে করি এটা শুধুই রাজনীতি। এটা ওভাবে কখনোই বাস্তব হবে না)।’