ট্রাম্প-পুতিন আলাপের আগে ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা রাশিয়ার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১৮ ২০২৫, ২১:২৫

সর্বশেষ রুশ হামলায় কমপক্ষে এক নারীর প্রাণহানির পাশাপাশি বাড়িঘর ধ্বংস হয়েছে। ছবি: রয়টার্স

সর্বশেষ রুশ হামলায় কমপক্ষে এক নারীর প্রাণহানির পাশাপাশি বাড়িঘর ধ্বংস হয়েছে। ছবি: রয়টার্স

  • 0

ইউক্রেনের গোয়েন্দা সার্ভিস জানায়, রবিবারের পরবর্তী সময়ে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ইচ্ছা আছে মস্কোর। এর মধ্য দিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে ভীতি ধরাতে চায় রাশিয়া।

প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনার এক দিন আগে রবিবার ইউক্রেনে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রুশ এ হামলায় কমপক্ষে এক নারীর প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়েছে বাড়িঘর।

ইউক্রেনের গোয়েন্দা সার্ভিস জানায়, রবিবারের পরবর্তী সময়ে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ইচ্ছা আছে মস্কোর। এর মধ্য দিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে ভীতি ধরাতে চায় রাশিয়া।

এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মস্কোর।

এদিকে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে বিপর্যয়কর বৈঠকের পর ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টায় থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রবিবার রোমে অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সেক্রেটারি অব স্টেইট মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

পোপ লিওর অভিষেক অনুষ্ঠানের সাইডলাইনে এ বৈঠকের বিষয়ে জেলেন্সকি জানান, এটি ‘ভালো’ ছিল।

তিনি বৈঠকের যেসব ছবি প্রকাশ করেন, তাতে দেখা যায়, একটি গোলটেবিলে হাস্যোজ্জ্বল অবস্থায় বসা ইউক্রেন ও অ্যামেরিকার কর্মকর্তারা।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, বৈঠকটি হয় ৪০ মিনিট ধরে।

কিয়েভ প্রকৃত কূটনীতিতে সম্পৃক্ত হতে প্রস্তুত জানিয়ে জেলেন্সকি যত দ্রুত সম্ভব পূর্ণ ও শর্তহীন যুদ্ধবিরতির গুরুত্ব তুলে ধরেন।