মারধরের অভিযোগ করে স্ত্রীর কল, বাসায় এসে যা পেল পুলিশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯ ২০২৫, ২২:১৫

অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তারের পর নবীনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ছবি: এনডিটিভি

অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তারের পর নবীনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ছবি: এনডিটিভি

  • 0

বাঘপত পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট প্রবীন সিং চৌহান এক বিবৃতিতে জানান, পুলিশ দশমিক ৩১৫ বোরের দুটি এবং দশমিক ১২ বোরের একটি পিস্তল এং দশমিক ১২ ও সাত দশমিক ৬২ বোরের ২২টি কার্তুজ পায়।

ভারতের উত্তর প্রদেশের একটি বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি পাওয়ার পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীটির আকস্মিক এ ব্যবস্থার নেপথ্যে ছিল অভিযুক্তের বিরুদ্ধে স্ত্রীর পারিবারিক সহিংসতার অভিযোগ এবং তার কাছে অবৈধ পিস্তল থাকার তথ্য।

এনডিটিভি বৃহস্পতিবার জানায়, বাঘপতের মেওয়ালা গ্রামের বাসিন্দা নবীন কুমারের বিরুদ্ধে গত ৪ অক্টোবর স্ত্রীকে মারধর ও শ্বাসরুদ্ধ করার অভিযোগ ওঠে। মারধরের শিকার হওয়া স্ত্রী পালিয়ে গিয়ে পুলিশের কাছে সাহায্য চান এবং বাহিনীর সদস্যদের তার স্বামীর কাছে থাকা অস্ত্রের বিষয়ে জানান।

এ খবরের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে বাড়িটিতে পৌঁছায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি কালো বস্তু দিয়ে মোড়ানো তিনটি পিস্তল ও প্রায় দুই ডজন কার্তুজ পাওয়ার কথা জানান এক কর্মকর্তা।

বাঘপত পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট প্রবীন সিং চৌহান এক বিবৃতিতে জানান, পুলিশ দশমিক ৩১৫ বোরের দুটি এবং দশমিক ১২ বোরের একটি পিস্তল এং দশমিক ১২ ও সাত দশমিক ৬২ বোরের ২২টি কার্তুজ পায়।

তিনি আরও জানান, অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তারের পর নবীনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

জিজ্ঞাসাবাদের সময় নবীন পুলিশকে জানান, তিনি দিল্লির এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রগুলো কেনেন।

পরবর্তী তদন্তে উদঘাটন হয়, এলাকার লোকজনকে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখাতেন নবীন। সম্ভাব্য অস্ত্র পাচার নেটওয়ার্কের সঙ্গে তার যুক্ত থাকার বিষয়ে তদন্ত চলছে।