অ্যাপলের স্লিমেস্ট আইফোন ডিজাইনার কে এই আবিদুর চৌধুরী?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০ ২০২৫, ১১:৪৮

অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার আবিদুর চৌধুরী। ছবি: স্টেট মিরর

অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার আবিদুর চৌধুরী। ছবি: স্টেট মিরর

  • 0

২০১৯ সালের জানুয়ারিতে তিনি ক্যালিফোর্নিয়ায় অ্যাপলে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে যোগ দেন।

অ্যাপল সম্প্রতি লঞ্চ করেছে আইফোন এয়ার। পাতলা ও ছোট, টাইটানিয়াম কেসযুক্ত এবং ২৫৬ জিবি মডেলের এই ফোনটির দাম ১৬৫,৫৭১ টাকা।

নতুন এই ডিভাইসটি আগের মডেলের তুলনায় এক-তৃতীয়াংশ পাতলা, এতে একক ক্যামেরা ও টেলিফটো লেন্স ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, ফটোগ্রাফির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

ছোট ব্যাটারি থাকা সত্ত্বেও ব্যাটারি-সেভিং সফটওয়্যার দিয়ে সারাদিন ব্যাটারি সচল রাখতে সক্ষম এই ফোনটি নিয়ে লঞ্চ ইভেন্টে কথা বলেন অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার আবিদুর চৌধুরী। তিনি বলেন, ‘অ্যাপল এমন একটি আইফোন বানাতে চেয়েছিল যা ধরে রাখলে মনে হবে যেন এটি ভবিষ্যতের অংশ।’

কে এই আবিদুর চৌধুরী-

লন্ডনে জন্ম এবং বেড়ে ওঠা আবিদুর চৌধুরী বর্তমানে স্যান ফ্রান্সিসকোতে অবস্থান করছেন এবং একজন ডিজাইনার হিসেবে কাজ করছেন। তিনি নিজেকে এমন একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেন, যিনি "সমস্যা সমাধান করতে এবং নতুন কিছু শিখতে ভালোবাসেন"

আবিদুর লাফবোরো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন এবং টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি লাভ করেছেন।

পেশাগত জীবনে আবিদুর ব্রিটেনের কেমব্রিজ কনসালট্যান্টস এবং কার্ভেন্টাতে ইন্টার্নশিপ করেছেন। পরে তিনি লন্ডনের লেয়ার ডিজাইন-এ ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কাজ করেন। ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত তিনি নিজস্ব কনসালটেন্সি আবিদুর চৌধুরী ডিজাইন পরিচালনা করেন যেখানে ডিজাইন এজেন্সি, উদ্ভাবনী কোম্পানি এবং স্টার্ট-আপের জন্য প্রোডাক্ট, অভিজ্ঞতা এবং ডিজাইন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন।

২০১৯ সালের জানুয়ারিতে তিনি ক্যালিফোর্নিয়ায় অ্যাপলে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি কোম্পানির কিছু সবচেয়ে উদ্ভাবনী প্রোডাক্ট ডিজাইনের সাথে যুক্ত আছেন যার মধ্যে সম্প্রতি লঞ্চ হওয়া আইফোন এয়ার অন্যতম।

আইফোন এয়ারের পাশাপাশি অ্যাপল লঞ্চ করেছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। নতুন অ্যাপল এ 19 এ প্রো চিপ ব্যবহার করা হয়েছে এবং বড় ডিসপ্লে পাওয়া যাবে। লঞ্চ হওয়া এসব ফোনের প্রি-অর্ডার শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।