সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে দ্বিতীয় বার গাঁট ছাড়া বাঁধলেন ভারতের জনপ্রিয় সামান্থা রুথ প্রভু। সোমবার সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ইশা ফাউন্ডেশনের লিঙ্গা ভৈরবী মন্দিরে বিয়ে করেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং পরিচালক রাজ নিদিমোরু ।
অভিনেত্রীর বিয়ের খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বিয়ের অনুষ্ঠানের জন্য রবিবার সন্ধ্যায় কোয়েম্বাটোরে পৌঁছান এই জুটি।
২০২৪ সাল থেকে পরিচালকের সাথে সামান্থার সম্পর্কের গুঞ্জন ছিল। সামান্থা রুথ প্রভু তার ইনস্টাগ্রামে প্রায়ই রাজ নিদিমোরুকে তার সঙ্গী হিসেবে উল্লেখ্য করলেও কখনও প্রকাশ্যে তাদের সম্পর্ক নিশ্চিত করেননি।
সামান্থা এবং রাজ নিদিমোরু প্রাইম ভিডিও সিরিজ দ্য ফ্যামিলি ম্যান সিজন টু এবং সিটাডেল: হানি বানি -তে অভিনেতা এবং পরিচালক হিসেবে একসাথে কাজ করেছেন।
এই বছরের শুরুতে সামান্থা তার ইনস্টাগ্রামে ওয়ার্ল্ড পিকলবল লীগ থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন যেখানে তাকে এই পরিচালকের সাথে স্ট্যান্ডে উপস্থিত হয়ে চেন্নাই সুপার চ্যাম্পসের জন্য উল্লাস প্রকাশ করতে দেখা যায়। এরপরেই রাজ নিদিমোরুর সাথে অভিনেত্রীর ডেটিং গুজব ছড়িয়ে পড়ে।
কয়েক মাস আগে এই দম্পতি বাড়ি খুঁজছিলেন বলে খবরও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।
এটি সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমোরু উভয়েরই দ্বিতীয় বিয়ে।
সামান্থা রুথ প্রভু এর আগে ২০১৭ সালে দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন। ২০২১ সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। অন্যদিকে রাজ নিদিমোরু ২০১৫ সালে শ্যামামালি দেকে বিয়ে করেন। ২০২২ সালে এ দম্পতি আলাদা হয়ে যান।