পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের একটি গবেষক দল এমন এক ধরনের আঠা উদ্ভাবন করেছে, যেটি জোড়া লাগাতে পারবে ভাঙা হাড়।
চীনভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে ১২ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উদ্ভাবিত পণ্যটির নাম ‘বোন ০২’। আঠাটি উন্মোচন করা হয় গত বুধবার।
স্থানীয় সংবাদমাধ্যম ঝেজিয়াং অনলাইন জানায়, ঝিনুক থেকে অনুপ্রেরণা নিয়ে পণ্যটি তৈরি করা হয়েছে। একটি ইনজেকশনের মাধ্যমে আঠাটি ঢুকিয়ে তিন মিনিটের মধ্যে হাড়ের ভাঙা অংশ জোড়া লাগানো যাবে।
গবেষক দলের প্রধান লিন জিয়ানফেং বিখ্যাত ঝেজিয়াং ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত স্যার রান রান শ হসপিটালের সহকারী প্রধান অর্থোপেডিক সার্জন।
তিনি জানান, দুই থেকে তিন মিনিটের মধ্যে নিখুঁতভাবে ভাঙা হাড় জোড়া লাগাতে পারবে আঠাটি। এমনকি রক্তে ভরা স্থানেও এটি তা করতে সক্ষম।
ঝেজিয়াং অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষামূলক চিকিৎসায় তিন মিনিটের কম সময়ে ভাঙা হাড় জোড়া লাগানো গেছে, যেখানে প্রচলিত পদ্ধতিতে ভাঙা অংশে স্টিলের প্লেট ও স্ক্রু বসাতে হতো।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গবেষণাগারে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, ‘বোন ০২’ নিরাপত্তা ও কার্যকারিতা উভয় মানদণ্ডে মানোত্তীর্ণ হয়েছে। প্রচলিত ধাতব পদ্ধতির চিকিৎসার বিকল্প হতে পারে এটি।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘বোন ০২’-এর আরেকটি বৈশিষ্ট্য হলো এটি হাড়ের নিরাময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মে দেহের সঙ্গে মিশে যেতে পারে। এর ফলে হাড়ের ভেতরে থাকা আটা সরাতে আরেকটি সার্জারির দরকার হয় না।