‘আমরা সব জানতাম’

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১৩ ২০২৫, ২৩:১৭

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

অ্যামেরিকার প্রেসিডেন্ট রয়টার্সকে বলেন, ‘আমরা সব জানতাম এবং আমি অপমান ও মৃত্যু থেকে ইরানকে বাঁচানোর চেষ্টা করেছি।’

ইরানের ওপর যে ইসরায়েলি হামলা আসতে যাচ্ছে, সেটি তিনি ও তার প্রশাসনের লোকজন জানতেন বলে রয়টার্সকে জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ফোনে দেওয়া সাক্ষাৎকারে বার্তা সংস্থাটিকে এ তথ্য জানান তিনি।

পরমাণু সমৃদ্ধকরণ সীমিত রেখে পারমাণবিক বোমা বানানো থেকে ইরানকে বিরত রাখতে দেশটির সঙ্গে চুক্তি করতে চেয়েছিলেন ট্রাম্প। কয়েক মাস ধরে প্রকাশ্য বিবৃতিতে তেহরানের ওপর হামলা না চালাতে ইসরায়েলকে তাগিদ দিয়ে আসছিলেন তিনি, কিন্তু পর্দার সামনে তার এ আহ্বান সত্ত্বেও ইরানে হামলা করে ইসরায়েল।

ইসরায়েলি এ হামলার পরও চুক্তির সুযোগ আছে বলে মনে করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট।

তিনি রয়টার্সকে বলেন, ‘আমরা সব জানতাম এবং আমি অপমান ও মৃত্যু থেকে ইরানকে বাঁচানোর চেষ্টা করেছি।

‘আমি খুব জোরালোভাবে তাদের রক্ষা করতে চেয়েছি। কারণ একটি চুক্তি দেখতে ভালো লাগত আমার।’

ইরানের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তারা এখনও চুক্তি সম্পন্ন করতে পারে। যাই হোক, সময় অনেক ফুরিয়ে যায়নি।’

তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক তৎপরতাকে বাঁচিয়ে রাখতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বারবার হামলা পেছানোর তাগিদ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও পরমাণু আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যের দেশটিতে বোমা হামলার হুমকি দিয়ে রাখেন তিনি।

সাম্প্রতিক দিনগুলো, এমনকি হামলার কয়েক ঘণ্টা আগেও ট্রাম্প জানান, ইরানে ইসরায়েলি হামলার বিরুদ্ধে তিনি। কারণ এ হামলা চুক্তিকে শেষ করে দেবে, তবে হামলা শুরুর কয়েক ঘণ্টা পর ব্রিফিংয়ে ইসরায়েলি কর্মকর্তারা রিপোর্টারদের জানান, ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করেই সব করা হয়েছে।

দুজন ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসের কাছে দাবি করেন, প্রকাশ্যে ইসরায়েলি হামলার বিরোধিতার ভান করছিলেন ট্রাম্প ও তার মিত্ররা, কিন্তু ব্যক্তিগত পরিসরে তারা এর বিরোধিতা করেনি।

এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে অ্যামেরিকার স্পষ্ট সবুজ সংকেত ছিল।’

এ কর্মকর্তাদের মতে, জনসমক্ষে হামলার বিরোধিতা করে অ্যামেরিকার শীর্ষ কর্মকর্তারা ইরানকে আশ্বস্ত করতে চেয়েছেন যে, হামলা আসন্ন নয়। এর মাধ্যমে ইসরায়েলের লক্ষ্যে থাকা ইরানিরা যাতে নতুন কোনো অবস্থানে না যেতে পারে, সেটিও নিশ্চিত করা হয়।

নেতানিয়াহুর সহকারীরা ব্রিফিংয়ে ইসরায়েলি রিপোর্টারদের জানান, সোমবার এক কলে ট্রাম্প দৃশ্যত ইসরায়েলি হামলা ঠেকানোর কথা বললেও আদতে সেটি ছিল হামলার আগে সমন্বয়।