নেপালে থাকা বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের দ্রুত দেশে ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নূর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়ান কাপ বাছাই সামনে রেখে গত ৩ সেপ্টেম্বর নেপালে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলার কথা থাকলেও নেপালে তরুণদের রাজনৈতিক বিক্ষোভের কারণে তা বাতিল হয়ে যায়।
এতে উল্লেখ করা হয়, উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার স্থানীয় সময় বেলা তিনটায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের খেলোয়াড়দের দেশে ফেরার ব্যবস্থা করে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, কিন্তু পরিস্থিতির অবনতির কারণে নেপাল বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে। বর্তমানে দলের খেলোয়াড় ও কর্মকর্তারা হোটেলেই অবস্থান করছেন।
দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হোটেলে অবস্থানরত অধিনায়ক জামাল ভূঁইয়া এবং টিম ম্যানেজার আমের খানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে আরও বলা হয়, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ ও রাজনৈতিক পরিবর্তনের কারণে দেশটিতে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। এমন অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালের সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।