ইতালির গোল্ডেন ভিসা কী, আবেদন করতে পারবেন কারা?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪ ২০২৫, ২৩:২৬

ইতালির রাজধানী রোমের একটি ভিউ। ছবি: উইকিমিডিয়া কমন্স

ইতালির রাজধানী রোমের একটি ভিউ। ছবি: উইকিমিডিয়া কমন্স

  • 0

শুধু ভ্রমণ গন্তব্য হিসেবে নয়, পশ্চিম ইউরোপের দেশটি অনেকের জন্য হতে পারে দীর্ঘ সময় থাকা ও কাজের ঠিকানা। এমনকি বিনিয়োগেরও সুযোগ আছে দেশটিতে।

বিশ্বজুড়ে পরিচিত খাবার, শিল্পের বৈচিত্র্য, মনোমুগ্ধকর সমুদ্র সৈকত ও দৃষ্টিনন্দন পাহাড়ের দেশ ইতালি। এসব বৈশিষ্ট্যের কারণে অনেকের কাছে স্বপ্নের গন্তব্য এটি।

শুধু ভ্রমণ গন্তব্য হিসেবে নয়, পশ্চিম ইউরোপের দেশটি অনেকের জন্য হতে পারে দীর্ঘ সময় থাকা ও কাজের ঠিকানা। এমনকি বিনিয়োগেরও সুযোগ আছে দেশটিতে।

ভূমধ্যসাগর তীরবর্তী রাষ্ট্রটি গোল্ডেন ভিসা দিচ্ছে জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, এ ভিসা তৈরি করা হয়েছে বিনিয়োগকারীদের জন্য।

গোল্ডেন ভিসা কী?

আনুষ্ঠানিকভাবে বিনিয়োগকারী ভিসা হিসেবে পরিচিত গোল্ডেন ভিসা ২০১৭ সালে চালু করে ইতালি সরকার। এর লক্ষ্য প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ তথা এফডিআইয়ের প্রসার।

এ ভিসা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউর বাইরের নাগরিকরা বিনিয়োগের মাধ্যমে ইতালিতে বসবাসের ভিসা পান।

দেশটির গোল্ডেন ভিসার প্রাথমিক মেয়াদ দুই বছর, যেটি নবায়ন করে আরও তিন বছর বাড়ানো সম্ভব।

ভিসার সুযোগগুলো কী

এ ভিসাধারীরা প্রাথমিকভাবে দুই বছর বসবাসের অনুমতি নিয়ে ইতালিতে বসবাস, কাজ ও পড়ালেখা করতে পারেন। বিনিয়োগ বজায় রাখলে ভিসা অনেক দিন ধরে রাখা সম্ভব। এ ছাড়া ‍পুরো শেনজেনভুক্ত এলাকা ঘুরে দেখতে পারবেন ভিসাধারী।

যোগ্যতার শর্তগুলো পূরণ করলে বিনিয়োগকারীর পরিবারও বসবাসের অনুমতি পেতে পারে।

এ ভিসা নিয়ে ইতালিতে পূর্ণকালীন বসবাসের দরকার হবে না। ফলে এটি দেশে থেকে ব্যবসায়িক কর্মকাণ্ড করা অনেকের জন্য সুযোগ নিয়ে আসতে পারে।

ভিসাধারীরা স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থাতেও প্রবেশাধিকার পাবেন।

বিনিয়োগের উপায়গুলো

ভিসা পেতে ইচ্ছুক লোকজন চার ধরনের বিনিয়োগের সুযোগ পাবেন।

১. বিনিয়োগকারীকে ইতালির কোনো উদ্ভাবনী স্টার্টআপে আড়াই লাখ ইউরো বিনিয়োগ করতে হবে।

২. ইতালির লিমিটেড কোম্পানিতে পাঁচ লাখ ইউরো বিনিয়োগ।

৩. ইতালি সরকারের বন্ডগুলোতে ২০ লাখ ইউরো বিনিয়োগ।

৪. ইতালির জনহিতকর কোনো উদ্যোগে ১০ লাখ ইউরো প্রদান।

এ অর্থের সঙ্গে বসবাসের অনুমোদন ফি, আইনি ফি, নবায়ন ফি যোগ হতে পারে, যার ফলে মোট বিনিয়োগকৃত অর্থের পরিমাণ বাড়তে পারে।

যোগ্য কারা?

এ ভিসা পেতে আপনার নূন্যতম বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে। থাকতে হবে বৈধ পাসপোর্ট। আপনাকে হতে হবে ইইউ/ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া-ইইএ অথবা সুইজারল্যান্ডের বাইরের অঞ্চলের বাসিন্দা।

বিনিয়োগের জন্য যথেষ্ট পরিমাণ অর্থ থাকতে হবে ভিসা পেতে ইচ্ছুক ব্যক্তিকে। তাকে ইতালিতে প্রবেশের তিন মাসের মধ্যে বিনিয়োগ করতে হবে। এ ছাড়া অর্থ থাকার নথিপত্র, অপরাধ না থাকার নথিপত্র থাকার পাশাপাশি সমন্বিত হেলথ ইন্স্যুরেন্সের আওতাধীন হতে হবে।