চলন্ত ট্রেনে শিকল টানলে কী হয়

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১ ২০২৫, ০:৪৬ হালনাগাদ: ডিসেম্বর ৫ ২০২৫, ২০:১৮

ব্রেক চেইন ধরে টান দিলে চালক ট্রেন থামাতে বাধ্য হন। ছবি: এনডিটিভি

ব্রেক চেইন ধরে টান দিলে চালক ট্রেন থামাতে বাধ্য হন। ছবি: এনডিটিভি

  • 0

কামরায় থাকা প্রতিটি ব্রেক চেইন মূলত যুক্ত থাকে ট্রেনের মূল ব্রেক এয়ার পাইপের সঙ্গে। এয়ার পাইপে বাতাস জমা থাকে যা ট্রেন চলতে সাহায্য করে।

ট্রেনের চড়ার সময় প্রতিটি কামরায় লাগানো শিকল নিশ্চই লক্ষ্য করেছেন। জরুরি প্রয়োজনে ট্রেন থামাতে প্রয়োজন পড়ে এ শিকলের। আবার কারণ ছাড়াই শিকল ধরে টান দিলে গুণতে হয় জরিমানা, পেতে হয় শাস্তি। কিন্তু বিশাল একটি ট্রেন কীভাবে একটি শিকল ধরে টান দিলেই থেমে যায় জানেন কি?

যেভাবে কাজ করে ‘ব্রেক চেইন’

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ট্রেনে থাকা এ শিকলকে বলা হয় ব্রেক চেইন। ব্রিটিশ ইঞ্জিনিয়ার জর্জ ওয়েস্টিংহাউস প্রায় ১৫০ বছর আগে এ চেইনের নকশা করেছিলেন।

কামরায় থাকা প্রতিটি ব্রেক চেইন মূলত যুক্ত থাকে ট্রেনের মূল ব্রেক এয়ার পাইপের সঙ্গে। এয়ার পাইপে বাতাস জমা থাকে যা ট্রেন চলতে সাহায্য করে।

কেউ শিকল ধরে টান দিলে ব্রেক পাইপের মুখ খুলে যায় এবং বাতাস বেরিয়ে পড়ে।

ট্রেনের গতি তখন কমতে শুরু করে। সেই সঙ্গে ট্রেনচালক দেখতে পান বাতাসের চাপ কমে মিটার নিচের দিকে পড়ছে।

এ তথ্য হুইসেলের মাধ্যমে নিরাপত্তা কর্মীদের জানান ট্রেনচালক এবং জরুরি ব্রেক করতে বাধ্য হন।