চার্লি কার্কের স্মরণসভায় এসে কী বললেন ইলন মাস্ক

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১ ২০২৫, ২০:৪৮ হালনাগাদ: অক্টোবর ১১ ২০২৫, ১০:৫৭

টেসলা সিইও ইলন মাস্ক। ছবি: রয়টার্স

টেসলা সিইও ইলন মাস্ক। ছবি: রয়টার্স

  • 0

কার্ককে শ্রদ্ধা জানাতে এসে তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে ইলন মাস্ক লিখেন, বিশাল এ স্টেডিয়ামের প্রতিটি আসন কানায় কানায় পূর্ণ। তিনি এখানে এসে সম্মানিত। এ আয়োজনের সবই কার্কের জন্য।

অ্যারিজোনার ফুটবল স্টেডিয়ামে রবিবার চার্লি কার্কের স্মরণসভায় হাজারো শোকার্থীর সঙ্গে যোগ দিয়েছেন বিলিয়নেয়ার ইলন মাস্ক।

রয়টার্স জানায়, এ অনুষ্ঠানে হত্যার শিকার ডানপন্থি অ্যাকটিভিস্টের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও শীর্ষস্থানীয় অন্য রিপাবলিকানরা।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ব্যাগপাইপে স্তুতি সংগীত ‘অ্যামেজিং গ্রেস’ বেজে ওঠার সময় টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও মাস্ককে সমবেত জনতার কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

পরবর্তী সময়ে গ্লেনডেইলের স্টেইট ফার্ম স্টেডিয়ামের সামনের দিকের একটি আসনের উদ্দেশে যেতে দেখা যায় তাকে। স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৬৩ হাজার।

কার্ককে শ্রদ্ধা জানাতে এসে তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে ইলন মাস্ক লিখেন, বিশাল এ স্টেডিয়ামের প্রতিটি আসন কানায় কানায় পূর্ণ। তিনি এখানে এসে সম্মানিত। এ আয়োজনের সবই কার্কের জন্য।

রক্ষণশীল শিক্ষার্থী অ্যাকটিভিস্ট গ্রুপ ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র মাধ্যমে রিপাবলিকানদের জন্য সমর্থন আদায়কারী হিসেবে পরিচিত ছিলেন ৩১ বছর বয়সী চার্লি কার্ক। ইউটাহর একটি মঞ্চে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কের সময় গত ১০ সেপ্টেম্বর গুলিতে নিহত হন তিনি।

কার্ক হত্যার ঘটনায় অভিযুক্ত করা হযেছে একটি টেকনিক্যাল কলেজের ২২ বছরের ছাত্রকে, যিনি তার সঙ্গীকে খুদেবার্তায় হত্যার কথা জানিয়েছেন।

ওই তরুণের ভাষ্য, যথেষ্ট পরিমাণ ঘৃণা থেকে তিনি কর্কাকে হত্যা করেন।

এ হত্যাকাণ্ড অ্যামেরিকার বিভিন্ন মতাদর্শিক বলয়ে রাজনৈতিক সহিংসতার ক্রমশ পুনরাবৃত্তি নিয়ে শঙ্কা জগিয়েছে। একই সঙ্গে এটি দলগত বিভেদ গভীরতর করে তুলেছে।

ইলন মাস্ক ও ট্রাম্পকে সর্বশেষ মে মাসে একসঙ্গে দেখা গিয়েছিল। সে সময় ডিপার্টমেন্ট অব গর্ভনমেন্ট এফিসিয়েন্সি তথা ডজ থেকে সরে যাওয়া উপলক্ষে মাস্ককে সোনার চাবি দিয়েছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট।

দুই জগতে শীর্ষস্থানীয় দুই ব্যক্তি পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বন্দ্বে লিপ্ত হন। যদিও ইলন মাস্ক তার পোস্টের জন্য এক্সে অনুতাপ করেন।