নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য বড় বিষয়গুলো কী?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪ ২০২৫, ১৯:৩৯ হালনাগাদ: নভেম্বর ২৩ ২০২৫, ১০:৪৫

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের বুশউইকে সারিবদ্ধ আবাসিক ভবন। নগরের এবারের নির্বাচনে সাশ্রয়ী মূল্যের আবাসন রয়েছে আলোচনার সামনের সারিতে। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের বুশউইকে সারিবদ্ধ আবাসিক ভবন। নগরের এবারের নির্বাচনে সাশ্রয়ী মূল্যের আবাসন রয়েছে আলোচনার সামনের সারিতে। ছবি: রয়টার্স

  • 0

ভোটারদের মধ্যে জনপ্রিয়তায় সামনের সারিতে থাকা জোরান মামদানি স্থিতিশীল ভাড়ার ফ্ল্যাটগুলোতে নির্দিষ্ট সময় ধরে একই ভাড়া রাখার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত বাড়ির মালিকদের দায়ী করার অঙ্গীকারও করেন তিনি।

নিউ ইয়র্ক সিটিতে বহুল আলোচিত নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার।

এর আগে দীর্ঘ সময় ধরে প্রচার চালিয়েছেন নগরপিতা হওয়ার দৌড়ে থাকা প্রার্থীরা।

প্রচারের শুরু থেকে শেষ নাগাদ নগরবাসীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তারা। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেসব বিষয়ের আলোচনা সামনে এনেছেন ভোটাররাও।

নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য বড় বিষয়গুলো কী, তা জানিয়েছে বিবিসি নিউজ। সেগুলো তুলে ধরা হলো টিবিএনের পাঠকের জন্য।

সাশ্রয়ী মূল্যের আবাসন

জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে উচ্চ মূল্য দিতে হচ্ছে নিউ ইয়র্কবাসীকে। বিশেষত বাসা ভাড়ার খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে নগরের বাসিন্দাদের। বিষয়টিকে প্রচারের কেন্দ্রে রাখেন প্রার্থীরা।

ভোটারদের মধ্যে জনপ্রিয়তায় সামনের সারিতে থাকা জোরান মামদানি স্থিতিশীল ভাড়ার ফ্ল্যাটগুলোতে নির্দিষ্ট সময় ধরে একই ভাড়া রাখার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত বাড়ির মালিকদের দায়ী করার অঙ্গীকারও করেন তিনি।

মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো স্থিতিশীল ভাড়ার ফ্ল্যাটগুলোতে কারা থাকতে পারবেন, সে সংখ্যা নির্দিষ্ট করার পক্ষে মত দেন।

অন্যদিকে রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়া মনে করেন, নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি-এনওয়াইসিএইচএর উচিত ফাঁকা ফ্ল্যাটগুলোতে লোকজনকে থাকতে দেওয়া।

গণপরিবহন

নির্বাচনি প্রচারে নিউ ইয়র্ক সিটি নিয়ন্ত্রণাধীন সব বাসে যাত্রীদের বিনা মূল্যে চড়ার প্রস্তাব দেন মামদানি, যার সমালোচনা করেন তার দুই প্রতিদ্বন্দ্বী।

চূড়ান্ত ভোটের আগে সর্বশেষ বিতর্কে মামদানির প্রস্তাবের বিষয়ে শ্লেষাত্মক ভঙ্গিতে স্লিওয়া বলেন, সিটি বাসগুলোতে এখনই অনেকে ভাড়াবিহীন চলাচল করেন। মামদানির অধীনে গণপরিবহনগুলো ভবঘুরেদের আকৃষ্ট করবে।

কুওমোর ভাষ্য, অর্থ প্রদানের সামর্থ্য থাকা ব্যক্তিদের পরিবহনে চড়া বিনা মূল্যের হতে পারে না।

গৃহহীনতা

স্লিওয়া ও কুওমো উভয়ই নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডিতে আরও পুলিশ কর্মকর্তা যুক্ত করার পক্ষে। নগরে অপরাধের বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে চান তারা।

অন্যদিকে পুলিশ বাহিনীর বাজেট একই রাখতে চাওয়া মামদানির প্রস্তাব ‘ডিপার্টমেন্ট অব কমিউনিটি সেফটি’ নামের একটি বিভাগ খোলা, যার কাজ হবে ৯১১ নম্বরে গৃহহীনতা কিংবা মানসিক স্বাস্থ্যগত উদ্বেগ সংক্রান্ত যেসব কল আসে, সেসব বিষয় দেখভাল করা।

ট্রাম্পকে সামলানো

নিউ ইয়র্ক সিটির জন্য বরাদ্দকৃত ফেডারেল তহবিলে কাটছাঁট ও নগরে ফেডারেল বাহিনী মোতায়েনের হুমকি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এমন বাস্তবতায় তাকে সামলানোর ভিন্ন ভিন্ন পন্থা হাজির করেছেন নিউ ইয়র্ক সিটির তিন মেয়র পদপ্রার্থী।

কুওমো ও মামদানি প্রেসিডেন্টের মুখোমুখি হওয়ার কথা বলেছেন। অন্যদিকে স্লিওয়া প্রেসিডেন্টের সঙ্গে মিলেমিশে কাজ করার কথা বলেছেন।