লেক অস্টিনে নৌকা দুর্ঘটনায় আহত ৪

টিবিএন ডেস্ক

আগস্ট ১৪ ২০২৩, ১১:০০

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • 0

টেক্সাসের লেক অস্টিনে মারাত্মক নৌকা দুর্ঘটনায় অন্তত চার জন আহতের খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ওই নৌকা তীরে আছড়ে পড়ায় ইতোমধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে নেয়া হয়েছে।

সিই-বিএআর ফায়ার অ্যাসিস্ট্যান্ট চিফ ক্যাম্পবেল সাংবাদিকদের বলেন, এটি একটি নৌকা দুর্ঘটনা। নৌকার মাঝিরা নদীর নিচের অঞ্চলের দিকে যাচ্ছিলেন। এমন সময় অন্য একটি নৌকা থেকে সৃষ্ট ঢেউয়ে তারা নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

নৌকার আরোহীরা ডানদিকে হেলে যান। এক আরোহী নৌকা থেকে ছিটকে পড়েন। এরপর নৌকাটি নদীর ডান দিকের তীরে আছড়ে পড়ে।

অস্টিন-ট্র‍্যাভিস কাউন্টি ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস (এটিসিইএমএস) জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া দুই ব্যক্তি ছাড়াও আরও দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসকেরা তাদের আঘাতকেও ‘গুরুতর হিসেবে’ উল্লেখ করেছেন।

এই ঘটনায় অজ্ঞাত এক কিশোর নিখোঁজ রয়েছে।

এটিসিইএমএস জানিয়েছে, নৌকার দুই আরোহী হাসপাতালে যেতে অস্বীকৃতি জানিয়েছেন।

কর্তৃপক্ষ দুর্ঘটনাটিকে লেভেল-ফাইভ ম্যাস ক্যাজুয়ালটি হিসেবে উল্লেখ করেছে।


0 মন্তব্য

মন্তব্য করুন