সিই-বিএআর ফায়ার অ্যাসিস্ট্যান্ট চিফ ক্যাম্পবেল সাংবাদিকদের বলেন, এটি একটি নৌকা দুর্ঘটনা। নৌকার মাঝিরা নদীর নিচের অঞ্চলের দিকে যাচ্ছিলেন। এমন সময় অন্য একটি নৌকা থেকে সৃষ্ট ঢেউয়ে তারা নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
নৌকার আরোহীরা ডানদিকে হেলে যান। এক আরোহী নৌকা থেকে ছিটকে পড়েন। এরপর নৌকাটি নদীর ডান দিকের তীরে আছড়ে পড়ে।
অস্টিন-ট্র্যাভিস কাউন্টি ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস (এটিসিইএমএস) জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া দুই ব্যক্তি ছাড়াও আরও দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসকেরা তাদের আঘাতকেও ‘গুরুতর হিসেবে’ উল্লেখ করেছেন।
এই ঘটনায় অজ্ঞাত এক কিশোর নিখোঁজ রয়েছে।
এটিসিইএমএস জানিয়েছে, নৌকার দুই আরোহী হাসপাতালে যেতে অস্বীকৃতি জানিয়েছেন।
কর্তৃপক্ষ দুর্ঘটনাটিকে লেভেল-ফাইভ ম্যাস ক্যাজুয়ালটি হিসেবে উল্লেখ করেছে।