সৌদি আরবের পৃষ্ঠপোষকতায় শনিবার জেদ্দায় শুরু হওয়া সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেন্সকির প্রস্তাবিত শান্তির ১০ রূপরেখার মধ্যে ইউক্রেইনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন, জাতিসংঘের নীতির পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ইউক্রেইনের প্রতিনিধিরা মনে করছেন, এসব দফা ইউক্রেইন ও রাশিয়ার যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: রাশিয়াকে ছাড়াই ইউক্রেইন বিষয়ে সৌদি আরবে সম্মেলন
ইউক্রেইনের প্রতিনিধিদলের বরাতে আল-আরাবিয়া ও আল-হাদাথ জনিয়েছে, বেশ কয়েকটি দেশ তাদের প্রস্তাবকে সমর্থন করেছে।
ইউক্রেইনের প্রেসিডেন্টের অফিস কয়েক দিন আগেই জানিয়েছিল, জেদ্দার বৈঠকে ১০টি বিষয়ের উপর গুরুত্ব দেয়া হবে। এই রূপরেখায় ইউক্রেইনের ভূখণ্ড থেকে রাশিয়ার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
গত জুনে কোপেনহেগেনে আলোচনার পর জেদ্দা সম্মেলনের পরিকল্পনা করা হয়। ইউক্রেইনের একটি সূত্র জানিয়েছে, এই ১০ দফা রূপরেখা কোপেনহেগেনের চেয়ে জেদ্দায় বেশি সমর্থন পেয়েছে। কোপেনহেগেনের সম্মেলনে চায়না অংশ নেয়নি।
অ্যামেরিকার ন্যাশনাল সিকিউরিটির এডভাইজর জেক সুলিভান ওয়াশিংটনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।