ইউক্রেইনের জন্য অস্ত্রের নতুন চালান ঘোষণা করল পেন্টাগন

টিবিএন ডেস্ক

আগস্ট ১৫ ২০২৩, ১৩:২১

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • 0

পেন্টাগন ইউক্রেইনের জন্য ২০০ মিলিয়ন ডলারের নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে আছে আর্টিলারি সরঞ্জাম, কয়েক ডজন কৌশলগত যান এবং মাইন ক্লিয়ারিং গিয়ার।

রাশিয়ান অঞ্চলে ইউক্রেইনের সেনাদের অভিযান জোরদারে সহায়তার জন্য এই প্যাকেজ ঘোষণা করেছে পেন্টাগন।

অ্যামেরিকান সামরিক কর্মকর্তারা সোমবার রাতে নতুন সহায়তার রূপরেখা ঘোষণা করে বলেন, কিয়েভ প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ও রকেট আর্টিলারি সিস্টেম, ১২০ মিলিমিটার ট্যাঙ্ক শেল, টো মিসাইল, জ্যাভলিন রকেট এবং ১২ মিলিয়ন ছোট অস্ত্রের জন্য ‘জরুরি’ গোলাবারুদ পাবে।

ইউক্রেইনের বাহিনী জুনের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে পালটা হামলা শুরুর পর অ্যামেরিকা সবশেষ তাদের সামরিক সরঞ্জাম সহায়তা দিয়েছিল। ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রী আলেক্সি রেজনিকভ রোববার বলেন, রাশিয়ার পেতে রাখা মাইনের কারণে তাদের সৈন্যদের গতি বাধাগ্রস্ত হচ্ছে। এটি রাশিয়া অভিমুখে অভিযানের ক্ষেত্রে একটি বড় বাধা।

তিনি কিয়েভের পশ্চিমাদের প্রতি স্যাপার এবং মাইন-ক্লিয়ারিং সরঞ্জাম সরবরাহ এবং প্রশিক্ষণ কার্যক্রমের আওতা বাড়ানোর আহ্বান জানান।

ইউক্রেইনকে সমর্থনকারী ৫৪টি দেশের একটি বৈঠকের পর গত জুলাইয়ে ইউরোপের কয়েকটি দেশ ইউক্রেইনের ইঞ্জিনিয়ারিং দলকে প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহের বিষয়ে রাজি হয়।

কিয়েভকে বিদেশিদের অস্ত্র সরবরাহের নিন্দা করেছে মস্কো। রাশিয়া বলছে, এ ধরনের সহায়তা রক্তপাতকে দীর্ঘায়িত করবে এবং বিস্তৃত সংঘাতের সূচনা ঘটানোর ঝুঁকি বাড়িয়ে দেবে।


0 মন্তব্য

মন্তব্য করুন