লেক কাউন্টির ডব্লিও লেকশোর ড্রাইভের থ্রিফোরজিরোজিরো ব্লকের একটি বাড়িতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ইন্ডিয়ানার লেক কাউন্টি কর্নের অফিস জানায়, নিহত ব্যক্তির নাম ব্রায়ান নিডার্ট, তার বয়স ৪৭ বছর।
লেক কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানায়, পরিবারটি নর্থওয়েস্টার্ন ইন্ডিয়ানায় বাড়িতে নিডার্টের বাবার জিনিসপত্র খোঁজার সময় একটি হ্যান্ড গ্রেনেড পায়। কেউ এর পিন খুলে ফেললে গ্রেনেডটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে গুরুতর আহত নির্ডাটকে পরে মৃত ঘোষণা করা হয়। তার সঙ্গে থাকা ১৮ বছর বয়সী মেয়ে ও ১৭ বছর বয়সী ছেলেকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে আরও বিস্ফোরক আছে কি না তা অনুসন্ধান করছে পোর্টার কাউন্টি বম্ব স্কোয়াড। বিষয়টির তদন্ত করছে লেক কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট।