ব্রুকলিনে ছেলের সামনে বাবাকে মৃত্যুর মুখে ফেলে পালান গাড়িচালক

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬ ২০২৫, ২২:২২

ভুক্তভোগী প্যাসকুয়াল জিকুইন। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

ভুক্তভোগী প্যাসকুয়াল জিকুইন। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

ঘটনার দিন রাত তিনটা ২০ মিনিটের দিকে বেনসনহার্স্টে নিউ ইউট্রেক অ্যাভিনিউ ও সেভেন্টি টু স্ট্রিটের কোনা দিয়ে সড়ক পার হচ্ছিলেন প্যাসকুয়াল। এক বা দুই কদম সামনে ছিলেন তার ছেলে।

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে রাস্তা পার হওয়ার সময় ছেলের সামনেই ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে মৃত্যুর মুখে ফেলে গাড়িচালক পালিয়ে যান বলে শনিবার জানিয়েছেন কর্মকর্তারা।

তাদের বরাত দিয়ে এনওয়াই ডেইলি নিউজ জানায়, গাড়িচালক এত বেপরোয়াভাবে ধাক্কা দেন যে, ভুক্তভোগী রেস্টুরেন্ট কর্মীর মোবাইল ফোনটি ঢুকে যায় ওই গাড়ির গ্রিলে।

ভুক্তভোগী প্যাসকুয়াল জিকুইনের ছেলে হেনরি জিকুইন ২২ জুনের সেই দুর্ঘটনা নিয়ে বলেন, ‘আমি সেই শব্দ শুনেছি। মুখ ফিরিয়ে ভাবি, আমার বাবা কোথায়?’

২২ বছর বয়সী হেনরি জানান, তিনি তাকিয়ে দেখেন, তার বাবা পড়ে রয়েছেন সড়কে।

বাবার অবস্থা নিয়ে এ তরুণ বলেন, ‘আমি আতঙ্কিত ছিলাম…কী করব, বুঝে উঠতে পারছিলাম না।’

ঘটনার দিন রাত তিনটা ২০ মিনিটের দিকে বেনসনহার্স্টে নিউ ইউট্রেক অ্যাভিনিউ ও সেভেন্টি টু স্ট্রিটের কোনা দিয়ে সড়ক পার হচ্ছিলেন প্যাসকুয়াল। এক বা দুই কদম সামনে ছিলেন তার ছেলে।

ঘাতক চালকের বিষয়ে হেনরি জিকুইন বলেন, ‘তিনি থামেননি। তিনি যেতেই থাকেন।’

দুর্ঘটনার খবরে সাড়াদানকারী কর্মকর্তারা চালকের অবস্থান জেনে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে ২১ বছর বয়সী ক্রিশ্চিয়ান গনজালেজ হিসেবে শনাক্ত করেন তারা।

ভুক্তভোগীকে প্রায় সাত ব্লক দূরে টেনে নিয়ে যান চালক।

হেনরি জানান, টেনে নেওয়া জায়গায় যাওয়ার পর তিনি দেখেন, তার বাবার মোবাইল ফোনটি ঢুকে গেছে গাড়ির গ্রিলে।

দুর্ঘটনায় মাথায় মরাত্মক আঘাত পান প্যাসকুয়াল। তাকে ম্যায়মোনাইডস মেডিক্যাল সেন্টারে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে আট দিন পর আঘাতজনিত কারণে মৃত্যু হয় তার।