নিউ ইয়র্কের গভর্নর পদে লড়াই থেকে স্টেফানিকের অব্যহতি ঘোষণা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০ ২০২৫, ০:০৭ হালনাগাদ: ডিসেম্বর ২০ ২০২৫, ১:২৮

রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিক। ছবি: রয়টার্স

রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিক। ছবি: রয়টার্স

  • 0

স্টেফানিক বলেন, ‘বছরের অর্ধেক সময় জুড়ে সময় ও আপনাদের অর্থ অপচয় করে রিপাবলিকান দলের সঙ্গে প্রতিদ্বন্দীতা করা অপ্রয়োজনীয়।’

নিউ ইয়র্কের গভর্নর পদের নির্বাচনী প্রচারণায় অব্যহতি জানিয়েছেন রিপাবলিকান পার্টির প্রতিনিধি এলিস স্টেফানিক। পাশাপাশি আসন্ন নির্বাচনে অংশ নিবেন না বলেও ঘোষণা দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর এক বার্তায় স্টেফানিক জানান, পরিবারের সঙ্গে ক্রিস্টমাসের ছুটি কাটানোর সময় নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।

আইউইটনেস নিউজ জানায়, নিউ ইয়র্কের গভর্নর পদে আরেক রিপাবলিকান প্রতিনিধি ব্রুস ব্ল্যাকম্যান নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া পর এ সিদ্ধান্তের কথা জানান স্টেফানিক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে একই দলের দুই প্রার্থীর লড়াই সময়ের অপচয় বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এ মিত্র।

স্টেফানিক বলেন, ‘বছরের অর্ধেক সময় জুড়ে সময় ও আপনাদের অর্থ অপচয় করে রিপাবলিকান দলের সঙ্গে প্রতিদ্বন্দীতা করা অপ্রয়োজনীয়।’

কয়েক সপ্তাহ আগে নিউ ইয়র্কের গভর্নর ডেমোক্র্যাটিক সদস্য ক্যাথি হোকুলের বিপরীতে আসন্ন নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছিলেন স্টেফানিক।

তার কিছুদিন পর নাসাউ কাউন্টির নির্বাহী কর্মকর্তা ব্ল্যাকমেন ঘোষণা দেন একই পদে প্রতিদ্বন্দীতা করার।

উভয়কেই যোগ্য প্রার্থী হিসেবে সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প।