ফাইভস্টার হোটেলে বিনা খরচায় দুই বছর

টিবিএন ডেস্ক

জুন ২৩ ২০২৩, ১:০১

ফাইভস্টার হোটেল রোজেট হাউজ। ছবি: সংগৃহীত

ফাইভস্টার হোটেল রোজেট হাউজ। ছবি: সংগৃহীত

  • 0

এক রাতের জন্য বুকিং দিয়ে ভারতের ফাইভস্টার হোটেলে বিনা ভাড়ায় প্রায় দুই বছর কাটিয়েছেন এক ব্যক্তি।

ভারতের রাজধানী দিল্লির এয়ারপোর্টের কাছে রোজেট হাউজ নামের ওই হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৬০৩ দিন সেখানে কাটিয়ে ৭০ হাজার ডলারের বেশি বিল শোধ না করে পালিয়েছেন ওই ব্যক্তি। তার বিরুদ্ধে গত ২৪ মে মামলা করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি ভারতীয় সংবাদমাধ্যমে সম্প্রতি‌ প্রকাশ হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির পরিচয় জানায়নি দিল্লি পুলিশ। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, হোটেল কর্মীদের সঙ্গে যোগসাজশে ওই ব্যক্তি বিল ফাঁকি দিয়েছেন। হোটেল কর্মীরা বিল লুকিয়ে রাখতেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি ২০১৯ সালের ৩০ মে এক রাতের জন্য হোটেলের একটি রুম বুক করেন। তিনি ২০২২ সালের ২২ জানুয়ারি পর্যন্ত ওই হোটেলে অবস্থান করেন।

কোনো বিল তিনি পরিশোধ না করার পরও হোটেলের এক স্টাফ তাকে সেখানে থাকার সুযোগ দিতে থাকেন।

হোটেল কর্তৃপক্ষের কড়া নজরদারি এড়িয়ে সহজে দিনের পর দিন বিল ফাঁকি দিয়ে গেছেন ওই ব্যক্তি। তার বিল অন্য গ্রাহকদের বিলের সঙ্গে অদলবদল করা হয়। কখনও কখনো বিলে কারসাজিও করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে খুঁজতে অভিযান চলছে। হোটেলে কোনো কর্মীকে এখনও আটক করা হয়নি।


0 মন্তব্য

মন্তব্য করুন