জেদ্দায় অ্যামেরিকান কনস্যুলেটের কাছে গোলাগুলিতে নিহত ২

টিবিএন ডেস্ক

জুন ২৯ ২০২৩, ১৬:৫৯

জেদ্দায় অ্যামেরিকান কনস্যুলেট ভবন। ছবি: সংগৃহীত

জেদ্দায় অ্যামেরিকান কনস্যুলেট ভবন। ছবি: সংগৃহীত

  • 0

সৌদি আরবের জেদ্দায় অ্যামেরিকান কনস্যুলেট ভবনের কাছে গোলাগুলিতে নিরাপত্তকর্মীসহ দুজন নিহত হয়েছেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বুধবার জানায়, নিরাপত্তাকর্মীরা আগ্নেয়াস্ত্রধারী এক ব্যক্তিকে থামানোর পর গোলাগুলি শুরু হয়। এতে ওই ব্যক্তি নিহত হন।

গোলাগুলির সময় কনস্যুলেটের একজন নেপালি নিরাপত্তারক্ষী আহত হন। পরে তার মৃত্যু হয়।

এসপিএ জানায়, সশস্ত্র এক ব্যক্তি কনস্যুলেট ভবনের কাছে তার গাড়ি পার্ক করেন। এরপর তিনি বন্দুকসহ গাড়ি থেকে বের হওয়ার পর নিরাপত্তাকর্মীদের প্রতিরোধের মুখে পড়েন।

মক্কার আঞ্চলিক পুলিশ কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময়কার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে।


0 মন্তব্য

মন্তব্য করুন