কো হোস্টের সঙ্গে সম্পর্কের টানাপড়েন, শো ছেড়ে দিলেন উপস্থাপক

টিবিএন ডেস্ক

মে ২০ ২০২৩, ২২:০৬

আইটিভির দিস মর্নিং শো এর উপস্থাপক ফিলিপ স্কোফিল্ড (ডানে) ও সহ-উপস্থাপক হোলি উইলাবি (বাঁয়ে)। ছবি: পিএ মিডিয়া

আইটিভির দিস মর্নিং শো এর উপস্থাপক ফিলিপ স্কোফিল্ড (ডানে) ও সহ-উপস্থাপক হোলি উইলাবি (বাঁয়ে)। ছবি: পিএ মিডিয়া

  • 0

বৃটেইনের ব্রডকাস্টিং চ্যানেল-আইটিভির ‘দিস মর্নিং’ শো এর জনপ্রিয় উপস্থাপক ফিলিপ স্কোফিল্ড ও কো-হোস্ট হোলি উইলাবির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় অবিলম্বে আইটিভি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। তবে শোতে সহকারী উপস্থাপক হিসেবে বহাল থাকবেন উইলাবি।

এক বিবৃতিতে স্কোফিল্ড বলেন, ‘আমি আইটিভির এমন সিদ্ধান্তের কারণ বুঝতে পারছি, বর্তমান পরিস্থিতি কোনোভাবেই চলতে পারে না।’

 সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্কোফিল্ড ও উইলাবির সম্পর্কের টানাপড়েনের খবর প্রকাশ্যে আসায় স্কোফিল্ডকে পদত্যাগের অনুরোধ করে আইটিভি কর্তৃপক্ষ। 

প্রায় ২০ বছর দিস মর্নিং শো উপস্থাপনা করার পর আইটিভি থেকে সরে এসেছেন স্কোফিল্ড। 

স্কোফিল্ড তার ইন্সটাগ্রামে লিখেছেন, ‘আমার সম্পূর্ণ টিভি ক্যারিয়ারে আমি দয়ালু ও সম্মানিত হওয়ার চেষ্টা করেছি। আমি জানি ঠিক কোন পরিস্থিতে আইটিভি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তবে যে শো কে আমি ভালোবাসি তার মঙ্গলের জন্য যেকোনো ত্যাগ করতে আমি প্রস্তুত।’

উইলাবি বলেন, ‘ফিলিপকে ছাড়া শো এর সোফা আর কখনোই আগের মতো থাকবে না।’

নিজের ইন্সট্রগ্রামে এক বিবৃতিতে উইলাবি জানান, ‘আমি ১৩ বছর যাবত ফিলের সঙ্গে দিস মর্নিংয়ে কাজ করছি। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং রসিকতার জন্য আমি তাকে সাধুবাদ জানানোর সুযোগ হারাতে চাই না।’

আইটিভির মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর কেভিন লাইগো বলেছেন, স্কোফিল্ড তার প্রজন্মের সেরা সম্প্রচারকদের একজন।  

স্কোফিল্ড ২০০২ সাল থেকে আইটিভির জনপ্রিয় শো দিস মর্নিংয়ের উপস্থাপনা করে আসছেন। 


0 মন্তব্য

মন্তব্য করুন