গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রীসহ যারা ছিলেন বিধ্বস্ত বিমানটিতে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১২ ২০২৫, ১৭:৫০

গুজরাটের ১৬তম মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় রুপানি। ছবি: এনডিটিভি

গুজরাটের ১৬তম মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় রুপানি। ছবি: এনডিটিভি

  • 0

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও গুজরাট বিজেপি সভাপতি সিআর পাতিল জানান, দুর্ঘটনার শিকার লোকজনের মধ্যে ছিলেন বিজয় রুপানি।

ভারতের আহমেদাবাদে বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২৪১ জনের মধ্যে রয়েছেন ক্ষমতাসীন বিজেপির জ্যেষ্ঠ নেতা ও গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি জানায়, যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। উড্ডয়নের পরপরই বিমানবন্দরের কাছে বেসামরিক এলাকায় এটি বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, আহমেদাবাদ থেকে একটা ৩৮ মিনিটে ছাড়া বোয়িং ৭৮৭-৮ বিমানের ফ্লাইটটিতে ২৪২ আরোহী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ১৬৯ জন ভারতের, ৫৩ জন যুক্তরাজ্যের, একজন কানাডার এবং সাতজন পর্তুগালের নাগরিক।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও গুজরাট বিজেপি সভাপতি সিআর পাতিল জানান, দুর্ঘটনার শিকার লোকজনের মধ্যে ছিলেন বিজয় রুপানি।

তিনি বলেন, ‘আমাদের নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে (লন্ডন) যাচ্ছিলেন। তিনিও এ দুর্ঘটনার শিকার একজন।

‘তার আত্মা শান্তি থাকুক। এটা বিজেপির জন্য বিশাল ক্ষতি।’

বিজয় রুপানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইড়ু।

গুজরাটের ১৬তম মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ২০১৬ সালের আগস্ট থেকে ২০২১ সালের সেপ্টেম্বর নাগাদ এ পদে ছিলেন। তার স্ত্রী অঞ্জলি রুপানি একজন সমাজকর্মী ও লোকহিতৈষী। এ দম্পতির এক সন্তান রয়েছে।

বিমানের আসন তালিকায় দেখা যায়, বিজয় রুপানির আসনটি ছিল দুইডি।