অবৈধ গৃহকর্মী নিয়োগে জড়িত ৭৭টি সাইট বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩ ২০২৫, ১২:১৬

সাইটগুলো লাইসেন্সবিহীন নিয়োগ কার্যক্রমে জড়িত ছিল বলে প্রমাণিত হয়। ছবি: ন্যাশনাল নিউজ

সাইটগুলো লাইসেন্সবিহীন নিয়োগ কার্যক্রমে জড়িত ছিল বলে প্রমাণিত হয়। ছবি: ন্যাশনাল নিউজ

  • 0

লাইসেন্সবিহীন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এমওএইচআরই।

চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত ৭৭ টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় (এমওএইচআরই) এই বছরের প্রথমার্ধে টেলিযোগাযোগ ও ডিজিটাল সরকার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (টিডিআরএ) সহযোগিতায় অবৈধ সাইটগুলো বন্ধ করেছে।

গালফ নিউজ জানিয়েছে, গৃহকর্মী নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় এবং অ্যাকাউন্টগুলোর কোন বৈধতা না থাকায় এমওএইচআরই এই পদক্ষেপ নিয়েছে।

এমওএইচআরই নিয়োগকর্তাদের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের স্থায়ী ও অস্থায়ী পরিবারগুলোকে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত এবং অনুমোদিত গৃহকর্মী নিয়োগ সংস্থাগুলোর সাথেই কাজ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি অবৈধ কর্মসংস্থান পরিষেবা পরিচালনা করছে এমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে সতর্ক করেছে।

একটি সরকারি বিবৃতিতে মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, লাইসেন্সবিহীন নিয়োগ সংস্থা বা গৃহকর্মী পরিষেবা প্রদানকারী অবৈধ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে কাজ করার ফলে ক্লায়েন্টরা তাদের আইনি অধিকার থেকে বঞ্চিত হতে পারে।

মন্ত্রণালয় থেকে নিরাপত্তার জন্য লাইসেন্সপ্রাপ্ত অফিসগুলোর সাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে গেলো ফেব্রুয়ারিতে, এমওএইচআরই ৫৫টি অবৈধ প্রতিষ্ঠানকে শনাক্ত করে। এসব প্রতিষ্ঠান অবৈধ উপায়ে চাকরির নিয়োগ অন্য দেশ থেকে অবৈধভাবে শ্রমিক আনার সাথে জড়িত ছিল। এর বেশ কয়েকটি অফিস, ওয়েবসাইট এবং পাঁচটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল যারা লাইসেন্সবিহীন নিয়োগ কার্যক্রমে জড়িত ছিল বলে প্রমাণিত হয়।

উল্লেখ্য সংযুক্ত আরব আমিরাতের শ্রম নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স না নিয়ে গৃহকর্মী নিয়োগ বা অস্থায়ী নিয়োগ কঠোরভাবে নিষিদ্ধ।আইন লঙ্ঘনকারীদের শাস্তি হিসেবে আর্থিক জরিমানা এবং সরকারী রেকর্ডে বিধিনিষেধ অন্তর্ভুক্ত রয়েছে।