গাড়িতে বোমা হামলায় গত মঙ্গলবার প্রাণ হারানো বাদাখশানের ডেপুটি গভর্নর নিসার আহমেদ আহমাদির স্মরণে বৃহস্পতিবার একটি মসজিদে শোকসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বোমা হামলায় ১৩ জন নিহত ও ৩০ জন আহত হন। নিহতদের মধ্যে একজন সাবেক পুলিশ কর্মকর্তা আছেন।
তবে তালেবান সরকারের দেয়া হতাহতের এ সংখ্যার বিপরীতে আইএস দাবি করেছে, হামলায় অন্তত ২০ জন তালেবান কর্মকর্তা নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫০ জন।
এর আগে তালেবান ডেপুটি গভর্নরকে হত্যার দায় স্বীকার করেছিল আইএস।
দুই দশকের যুদ্ধের পর ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় ইউএস ও নেইটো। অগাস্টে দেশটির ক্ষমতায় আসে তালেবানরা। এরপর থেকে ইসলামিক স্টেইট আফগানিস্তানে তাদের হামলা বাড়িয়েছে। হামলার কেন্দ্রে রয়েছে আফগানিস্তানের শিয়া জনগোষ্ঠীর তালেবান প্যাট্রোল ও কর্মকর্তারা।