ভারতকে বিদায় জানিয়ে ইনস্টাগ্রামে ভিডিও, কিছুক্ষণের মধ্যে চিরবিদায়

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১২ ২০২৫, ১৮:৩৬ হালনাগাদ: আগস্ট ২৬ ২০২৫, ১১:১৪

মিকের ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।  কোলাজ: এবিপি লাইভ

মিকের ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কোলাজ: এবিপি লাইভ

  • 0

ক্লিপটিতে দেখা যায়, আহমেদাবাদ বিমানবন্দরের ভেতরে বসা মিক। লন্ডন গ্যাটউইকগামী বিমানে ওঠার আগে ক্যামেরার সামনে কথা বলছেন তিনি।

আহমেদাবাদে বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভিডিও পোাস্ট করেছিলেন ব্রিটিশ নাগরিক জেমি রে মিক। এতে হাস্যোজ্জ্বল এ ব্যক্তি বিদায় জানিয়েছিলেন ভারতকে, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে কিছুক্ষণের মধ্যেই এআই১৭১ নম্বর ফ্লাইটটি বিধ্বস্ত হয়ে নিহত ১৪১ জনের একজন হয়ে যান তিনি।

এবিপি লাইভের প্রতিবেদনে জানানো হয়, মিকের ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ক্লিপটিতে দেখা যায়, আহমেদাবাদ বিমানবন্দরের ভেতরে বসা মিক। লন্ডন গ্যাটউইকগামী বিমানে ওঠার আগে ক্যামেরার সামনে কথা বলছেন তিনি।

‘আমরা বিমানবন্দরে। এখনই বিমানে চড়তে যাচ্ছি। ১০ ঘণ্টার ফিরতি ফ্লাইটে লন্ডনের পথে ভারতকে বিদায়’, বলেন মিক।

ওই সময় ভারত সফরলব্ধ কিছু অভিজ্ঞতা বিনিময় করেন মিক। তিনি বলেন, ‘আমার সবচেয়ে বড় পয়েন্ট হলো আপনার সঙ্গীর সঙ্গে ধৈর্য না হারানো।’

তিনি আরও বলেন, ‘ফিরে যাচ্ছি খুশি মনে, খুশি মনে, খুশি মনে প্রশান্ত চিত্তে।’

স্থানীয় সময় দুপুর একটা ৩৮ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় মিকসহ ১৪২ আরোহীকে বহনকারী ফ্লাইটটি। তিনিসহ ৫৩ জন ব্রিটিশ নাগরিক ছিলেন ওই ফ্লাইটে।

এ ছাড়া ফ্লাইটে ১৬৯ ভারতীয় নাগরিক, সাতজন পর্তুগিজ ও কানাডার এক নাগরিক ছিলেন।