এর আগে বৃহস্পতিবার সকাল থেকে ট্রুথ স্যোশালে একাধিক পোস্ট দেন তিনি। এর একটিতে বলেন, ‘নির্বাচনে আমার অবস্থান নিশ্চিতে আরও একবার অভিযুক্ত হতে চাই।’
আরেক পোস্টে বলেন, ‘দেখুন, এটা তো আমার দোষ নয় যে ডেমোক্র্যাটিক পার্টি আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আমাকে, যিনি কিনা শীর্ষ রিপাবলিকান প্রার্থী ও অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্ট, তাকে যতগুলো সম্ভব বানোয়াট অপরাধে জর্জরিত করে রাখতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন কুটিল জো বাইডেন, যেন বড় অংকের অর্থ ও সময় আমি আত্মরক্ষায় খরচ করতে বাধ্য হই। ডেমোক্র্যাটরা আমার বিরুদ্ধে নির্বাচনে লড়তে চান না। তা নাহলে তারা বিচার বিভাগকে অভূতপূর্ব অস্ত্র হিসেবে ব্যবহার করতেন না। খুব শিগগিরই- ২০২৪-এ আমাদের পালা আসবে।’
আদালতে হাজিরা এখন আর ট্রাম্পের জন্য নতুন কোনো ঘটনা নয়। এর আগে গত এপ্রিলে ব্যবসায়িক জালিয়াতির ফৌজদারি মামলায় নিউ ইয়র্কে ও জুনে গোপন নথির অব্যবস্থাপনার ফৌজদারি মামলায় ফ্লোরিডায় তিনি আদালতে হাজির হয়ে নিজেকে নিদোর্ষ দাবি করেছেন।
আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবিরের শীর্ষ প্রার্থী হিসেবে এবং ডেমোক্র্যাটিক পার্টির শীষ প্রার্থী জো বাইডেনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দৃঢ় অবস্থানে রয়েছেন ডনাল্ড ট্রাম্প। বরাবরই তিনি অভিযোগ করেছেন, নির্বাচন থেকে হটিয়ে দিতে জাস্টিস ডিপার্টমেন্টকে ব্যবহার করে তাকে আইনি জটিলতায় ফাঁসিয়েছে বাইডেন প্রশাসন।
সবশেষ ২০২০ সালের নির্বাচনের ফল উলটে দেয়ার ফেডারেল তদন্তে অভিযুক্ত হন রিপাবলিকানদের মধ্যে জনপ্রিয় এই নেতা। তার বিরুদ্ধে অ্যামেরিকার বিরুদ্ধে প্রতারণার ষড়যন্ত্র, দাপ্তরিক কার্যক্রমে বাধা দেয়ার ষড়যন্ত্র, আনুষ্ঠানিক কার্যক্রমে বাধা দেয়া ও বাধা দেয়ার চেষ্টা এবং অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের চারটি অভিযোগ আনা হয়েছে। ওই নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান তিনি।
অভিযোগপত্রে বলা হয়েছে, সেই ফল বানচালে তিনি ষড়যন্ত্র করেন ও ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের দাঙ্গা উসকে দেন। আর ষড়যন্ত্রে তার সঙ্গে আরও ছয় জন জড়িত ছিলেন। তাদের নাম অবশ্য প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যম বলছে যে তারা হলেন, বর্ষীয়ান আইনজীবী রুডি জুলিয়ানি, জন ইস্টম্যান, সিডনি পাওয়েল, জেফ্রে ক্লার্ক ও কেনেথ চেসব্রো। ছয় নম্বর ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।
আদালতের উদ্দেশে রওনা দেয়ার আগে সবশেষ পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘একটি দুর্নীতিগ্রস্ত, কারচুপি ও চুরি করা নির্বাচনকে চ্যালেঞ্জ করায় আজ আমি গ্রেফতার হতে ওয়াশিংটন ডিসি যাচ্ছি। এটি আমার জন্য খুবই মর্যাদার বিষয়, কারণ আমি আপনাদের জন্য লড়তে গিয়ে গ্রেফতার হচ্ছি। অ্যামেরিকাকে আবার মহান বানাতে হবে।’
ট্রাম্প বুধবার সকাল পর্যন্ত এখন নিউ জার্সির গলফ ক্লাবের বাড়িতে অবস্থান করছিলেন। ওয়াশিংটন ডিসির আদালতে তার হাজির হওয়ার কথা বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে। সেখানে মামলার অভিযোগ গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবেন বিচারক মক্সিলা উপাধ্যায়; আর বিচারিক কাজ পরিচালনা করবেন ডিস্ট্রিক্ট জাজ তানিয়া এস চাটকান।