কমিক বইয়ে ‘ভয়ংকর পরিণতির ভবিষ্যদ্বাণী’ আতঙ্কে পর্যটক শূন্য জাপান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮ ২০২৫, ৯:২১

বিতর্কিত কমিক বইটি দেখছেন এক জাপানিজ। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বিতর্কিত কমিক বইটি দেখছেন এক জাপানিজ। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

  • 0

তাতসুকির আরেকটি স্বপ্নে দেখা ভবিষ্যদ্বাণী ২০১১ সালের মরণঘাতী ভূমিকম্প ও সুনামির সঙ্গেও মিলে গিয়েছিল।

কমিক বইয়ে প্রকাশিত হয়েছে ‘ভয়ংকর পরিণতির ভবিষ্যদ্বাণী। যার জেরে জাপানজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। একের পর এক পর্যটকরা জাপান ছাড়ছেন। অনেকেই আবার পরিকল্পনা বাতিল করছেন।

এমনটাই জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে একটি পুরনো কমিক বইয়ের ‘দুর্যোগের ভবিষ্যদ্বাণী কে ঘিরে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, ৫ জুলাই জাপানে এক বিধ্বংসী ভূমিকম্প ও সুনামি আঘাত হানবে। আর এই আতঙ্কে পর্যটকরা দেশ ছাড়ছেন, এমনকি বিভিন্ন ফ্লাইটও বাতিল হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গুজবের সুত্রপাত ‘দ্য ফিউচার আই সো নামে একটি মাঙ্গা জাপানি কমিক বই থেকে। ১৯৯৯ সালে বইটি প্রকাশিত হয়। বইটির লেখক রিও তাতসুকি দাবি করেন, স্বপ্নে তিনি দেখেছেন ২০২৫ সালের ৫ জুলাই ভয়াবহ একটি সুনামি ও ভূমিকম্প জাপান এবং প্রতিবেশী দেশগুলোকে কাঁপিয়ে দেবে। ৭০ বছর বয়সী অবসরপ্রাপ্ত মাঙ্গাকা তাতসুকির মাঙ্গায় বলা হয়েছে, সুনামিটি স্বাভাবিকের চেয়ে তিনগুণ শক্তিশালী হবে।

অদ্ভুত ব্যাপার হলো, তাতসুকির আরেকটি স্বপ্নে দেখা ভবিষ্যদ্বাণী ২০১১ সালের মরণঘাতী ভূমিকম্প ও সুনামির সঙ্গেও মিলে গিয়েছিল। ফলে নতুন এই ভবিষ্যদ্বাণীকে ঘিরে আতঙ্ক বেড়েছে। জাপান ছাড়াও অনেক পর্যটক বিশ্বাস করতে শুরু করেছেন যে কিছু একটা ঘটতে চলেছে।

তবে লেখক তাতসুকি নিজে এক বিবৃতিতে জানিয়েছেন, আমি কোনোভাবেই ভবিষ্যদ্রষ্টা নই। এটি নিছকই একটি কমিক বই।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাপানে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রেকর্ডসংখ্যক পর্যটক ভ্রমণ করলেও মে মাস থেকে হঠাৎ পর্যটন হ্রাস পেয়েছে। হংকংভিত্তিক একটি ট্রাভেল এজেন্সির নির্বাহী স্টিভ হুয়েনের মতে এর পেছনে গুজবের ব্যাপক প্রভাব পড়েছে।

মজার বিষয় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ইতোমধ্যে ‘দ্য ফিউচার আই স’ মাঙ্গার বিক্রি এক মিলিয়ন কপি ছাড়িয়েছে এবং এটি এখন টোকিওর বইয়ের দোকানগুলোতে প্রধান প্রদর্শনীতে রয়েছে।

টোকিওর একটি দোকানে বইটির পাশে সতর্ক করে বলা হয়েছে, আপনি এটি বিশ্বাস করবেন কি না, তা আপনার ওপর নির্ভর।