ব্রুকলিনগামী জে ট্রেনে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানায়, নিহতের বয়স ৩৬ বছর। ম্যানহাটন থেকে ট্রেনে ওঠার পর আরেক যাত্রীর সঙ্গে তার তর্কাতর্কি ও হাতাহাতি হয়।
এক পর্যায়ে ছুরি দিয়ে একজন আরেকজনকে আঘাত করেন।
মার্সি অ্যাভিনিউতে ট্রেন পৌঁছানোর পর আহত ব্যক্তি বের হয়ে পড়ে যান। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রেনের এক নারী ও এক পুরুষ যাত্রীকে পুলিশ হেফাজতে নেয়। পরে নারী যাত্রীকে ছেড়ে দেয়া হয়।