পিএসজি জয় উদযাপন ছড়িয়ে পড়ল সহিংসতায়: আহত ১৯২, গ্রেপ্তার ৫০০

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১ ২০২৫, ১২:০০ হালনাগাদ: নভেম্বর ৭ ২০২৫, ১২:০২

প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগ জয় উদযাপন করছেন পিএসজি সমর্থকেরা। ছবি: এএফপি

প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগ জয় উদযাপন করছেন পিএসজি সমর্থকেরা। ছবি: এএফপি

  • 0

ইউরোপ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে গোটা ফ্রান্সে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস ও উদযাপন। প্যারিসের রাস্তায় নামে হাজারো সমর্থক, জয়ধ্বনিতে মুখরিত হয় শহর।

পিএসজি লিগ শিরোপা জয়ের পর বিজয়-উল্লাস মারাত্মক সহিংসতায় রূপ নিয়েছে। প্যারিসের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছে ২ জন, আহত হয়েছেন অন্তত ১৯২ জন এবং গ্রেপ্তার করা হয়েছে ৫০০ জনকে, জানিয়েছে পুলিশ।

ক্লাবের জয়ের পর শনিবার রাতে হাজার হাজার সমর্থক রাজধানীর চ্যাম্পস-এলিসি ও আশেপাশের এলাকায় জমায়েত হন। প্রথমদিকে উদযাপন শান্তিপূর্ণ থাকলেও রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তা সহিংস রূপ নেয়।

উগ্র সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান, দোকানপাটে হামলা চালান এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। বিশেষ করে চ্যাম্পস-এলিসি এলাকায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

প্যারিস পুলিশ প্রধান জানিয়েছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। বেশ কয়েকজন দাঙ্গাবাজ আগ্নেয়াস্ত্র ও দাহ্য পদার্থ বহন করছিল।’

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আহতদের মধ্যে ৩৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, এবং গুরুতর আহত অবস্থায় অন্তত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পিএসজি ক্লাব এক বিবৃতিতে সহিংসতার নিন্দা জানায়। ক্লাব প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি বলেন, ‘এটা দুঃখজনক যে আমাদের বিজয়ের আনন্দ কিছু মানুষের উন্মত্ততায় ঢেকে গেল। আমরা সবাইকে শান্ত থাকার ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানাই।’

এমন সহিংসতার পরও প্যারিস পুলিশ জানায়, পূর্বনির্ধারিত বিজয় প্যারেড আপাতত বাতিল নয়, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।