বার্মিংহামে শেষ দিনে অস্ট্রেলিয়ার চাই ১৭৪ রান, ইংল্যান্ডের ৭ উইকেট

টিবিএন ডেস্ক

জুন ২০ ২০২৩, ৩:৪৮

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের উইকেট নিয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিনস। ছবি: ইসিবি

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের উইকেট নিয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিনস। ছবি: ইসিবি

  • 0

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে। শেষ দিনে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যেতে অস্ট্রেলিয়ার চাই আরও ১৭৪ রান। ইংল্যান্ডের চাই ৭ উইকেট।

ইংল্যান্ডের বার্মিংহামে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার চতুর্থ দিন শেষে সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। সফরকারীদের হয়ে উইকেটে আছেন উসমান খোয়াজা (৩৪*) ও স্কট বোল্যান্ড (১৩*)।

২৮১ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার হয়ে দেখেশুনে শুরু করেন খোয়াজা ও ডেভিড ওয়ার্নার। ৬১ রানের জুটি গড়ার পর ওলি রবিনসনের বলে আউট হন ৩৬ রান করা ওয়ার্নার।

এরপর অজিদের অন্যতম দুই সেরা ব্যাটার মার্নাস ল্যাবুশেইন (১৩) ও স্টিভেন স্মিথকে (৬) দ্রুত ফিরিয়ে ইংল্যান্ডকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন স্টুয়ার্ট ব্রড। ৮৯ রানে ৩ উইকেট হারিয়ে ব্যবকফুটে চলে যায় অস্ট্রেলিয়া।

দিনের বাকি সময় খোয়াজা ও নাইটওয়াচম্যান বোল্যান্ড সাবধানে পার করেন।

এর আগে ইংল্যান্ডকে ২৭৩ রানে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে বেশি রান করতে পারেননি কেউই।

হ্যারি ব্রুক ও জো রুট ৪৬ রান করে করেন। বেন স্টোকসের ব্যাট থেকে আসে ৪৩।

অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিনস ও নেইথান লায়ন ৪টি করে উইকেট নেন। জশ হেইজলউড ও স্কট বোল্যান্ড নেন ১টি করে।

ইংল্যান্ড ৮ উইকেটে ৩৯৮ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ৩৮৬।


0 মন্তব্য

মন্তব্য করুন