ইউক্রেইনে অস্ত্র সরবরাহ স্থগিত করা, ইরানের পরমাণুকেন্দ্রে হামলাসহ বেশ কয়েকটি বিষয়নিয়ে কথা বলেন পেন্টাগন মুখপাত্র শন পার্নেল।ইউক্রেইনে অস্ত্র সরবরাহ স্থগিত করা প্রসঙ্গে বিস্তারিত না জানালেও দেশটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আন্তরিকতার কথা জানান তিনি। ইউক্রেইনকে আগের মতোই সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন পেন্টাগন মুখপাত্র।
ইরানে ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে পরমাণুকেন্দ্রে অ্যামেরিকার চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে শন পার্নেলবলেন, তাদের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি অন্তত ২ বছরের জন্য পিছিয়ে গেছে। ইরান কখনোই পরমাণু অস্ত্রের মালিক হতে পারবে না, অ্যামেরিকার জনগণের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন প্রতিশ্রুতি বাস্তবায়নেই সেখানে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন পেন্টাগন মুখপাত্র।
ইরানের পরমাণু কেন্দ্রে হামলায় অ্যামেরিকার সামরিক সক্ষমতার একটি বড় প্রমাণ বলে দাবি করেন পার্নেল। তিনি বলেন, এতে প্রমাণ হয়, অ্যামেরিকা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের যেকোনো প্রান্তে, যেকোনো সময় হামলা চালাতে সক্ষম। যেসব স্থানে অ্যামেরিকার সেনা ও নাগরিক রয়েছে, তাদের সুরক্ষায় সেখানে সামরিক অভিযানের দ্বার খোলা আছে বলেও জানান পেন্টাগন মুখপাত্র।
এদিকে, আলাদা সংবাদ সম্মেলনে আইএইএ’র সঙ্গে ইরানের সম্পর্ক ছিন্ন করার প্রতিক্রিয়া জানিয়েছেন স্টেইট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাটিকে সহযোগিতা স্থগিত করতে ইরান সরকারের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে তেহরানের প্রতি আহ্বান জানান স্টেইট ডিপার্টমেন্টের মুখপাত্র।