ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতিতে অসাধারণ সামরিক নেতৃত্ব ও কৌশলগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ‘ফিল্ড মার্শাল’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে সোমবার এ ঘোষণা দেওয়া হয়।
পাকিস্তান সরকারি বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল মুনির দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাহসিকতা ও দৃঢ় নেতৃত্বের পরিচয় দিয়েছেন। তার কৌশলগত পরিকল্পনা ও যুদ্ধপরিস্থিতিতে বিচক্ষণতা পাকিস্তানকে প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের ইতিহাসে একজন সক্রিয় সেনাপ্রধানকে ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করা একটি বিরল ঘটনা। এটি শুধু তার কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যৎ সামরিক ও রাজনৈতিক ভূমিকারও ইঙ্গিত বহন করছে।
পাকিস্তান সামরিক ইতিহাসে এর আগে কেবলমাত্র জেনারেল মোহাম্মদ আইউব খান ‘ফিল্ড মার্শাল’ উপাধিতে ভূষিত হন, ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর।
জেনারেল আসিম মুনির ২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি আইএসআই-এর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।