পুলিশ অফিসার প্রেমিকাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন প্রেমিক রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কনস্টেবল।
গুজরাটের কুচ জেলায় শুক্রবার রাতে নিজের লিভ-ইন পার্টনারকে খুন করেন সিআরপিএফ কনস্টেবল দিলীপ ডাংচিয়া। পরে শনিবার অঞ্জার থানায় আত্মসমর্পণ করে অপরাধ স্বীকার করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অরুণাবেন নাটুভাই যাদব নামে ওই নারী কুচের আনজার থানায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে আনজারের বাড়িতে ২৫ বছরের অরুণাবেন ও তার প্রেমিকের মধ্যে ঝগড়া হয়।
আনজার ডিভিশনের ডেপুটি পুলিশ সুপার মুকেশ চৌধুরি জানান, ঝগড়া এতটাই চরমে ওঠে যে রাগের মাথায় অরুণাবেনকে গলা টিপে ধরেন দিলীপ।
মণিপুরে কর্মরত ঘাতক ঐ কনস্টেবলের সঙ্গে অরুণার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পুলিশ জানিয়েছে, দু'জনেই বিয়ে করার পরিকল্পনা করছিলেন।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ২০২১ সাল থেকে তারা ইনস্টাগ্রামের মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান। তখন থেকেই তারা লিভ ইন সম্পর্কে ছিলেন।
বর্তমানে বিষয়টি তদন্ত করছে পুলিশ।