সিরিয়ায় ৩ অ্যামেরিকান হত্যা, চরম প্রতিশোধের ঘোষণা ট্রাম্পের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪ ২০২৫, ১২:০৬ হালনাগাদ: ডিসেম্বর ১৪ ২০২৫, ১৭:২৫

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

সিরিয়ার পালমিরা শহরে শনিবার অ্যামেরিকান ও সিরিয়ান সেনাদের একটি গাড়িবহরে হামলা চালায় বন্দুকধারী। ওই ঘটনায় অ্যামেরিকার দুজন সেনা ছাড়াও একজন অ্যামেরিকান দোভাষী নিহত হন।

সিরিয়ায় ইসলামিক স্টেট- আইএস কর্তৃক দুজন সেনাসহ ৩ অ্যামেরিকান নাগরিক হত্যার ঘটনায় চরম প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এনডিটিভি জানায়, শনিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ কথা জানান।

তিনি বলেন, এটি ছিল অ্যামেরিকা ও সিরিয়ার বিরুদ্ধে আইএসের হামলা, সিরিয়ার একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ জায়গায়, যেটি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে নেই।’

‘এ ঘটনার চরম প্রতিশোধ নেওয়া হবে।‘

হামলার ঘটনায় ব্যবস্থা নিতে অ্যামেরিকা ও সিরিয়া একযোগে কাজ করছে বলেও জানান ট্রাম্প।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-সারা হামলার ঘটনায় ভীষণ ক্ষুব্ধ।

সিরিয়ার পালমিরা শহরে শনিবার অ্যামেরিকান ও সিরিয়ান সেনাদের একটি গাড়িবহরে হামলা চালায় বন্দুকধারী।

ওই ঘটনায় অ্যামেরিকার দুজন সেনা ছাড়াও একজন অ্যামেরিকান দোভাষী নিহত হন।

বন্দুক হামলায় আহত হন আরও ৩ অ্যামেরিকান সেনাসদস্য।