তিন মাসে জার্মানি থেকে ৬ হাজারের বেশি অভিবাসীকে বিতাড়ন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২৬ ২০২৫, ২১:৩১

জার্মানির হামবুর্গ বিমানবন্দরে ২০২৪ সালের এপ্রিলে বিতাড়নের বিরুদ্ধে মানববন্ধন। ছবি: পিকচার অ্যালায়েন্স

জার্মানির হামবুর্গ বিমানবন্দরে ২০২৪ সালের এপ্রিলে বিতাড়নের বিরুদ্ধে মানববন্ধন। ছবি: পিকচার অ্যালায়েন্স

  • 0

বিতাড়নের শিকার হওয়া অভিবাসীদের বেশির ভাগ তুরস্ক, জর্জিয়া, ফ্রান্স, স্পেন ও সার্বিয়ার। এ ছাড়া ইরাকের ১৫৭ জন এবং ইরানের পাঁচজন অভিবাসী রয়েছেন এ তালিকায়।

চলতি বছরের প্রথম তিন মাসে জার্মানিতে থাকা ছয় হাজারের বেশি অভিবাসী বিতাড়নের শিকার হয়েছেন বলে জানিয়েছে দেশটির এডিটেরিয়াল নেটওয়ার্ক বা রেদাকসিউন্স নেৎসবাক (আরএনডি)।

অভিবাসীদের নিয়ে কাজ করা সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানায়, এ বছরের প্রথম প্রান্তিকে ছয় হাজার ১৫১ জনকে বিতাড়ন করে জার্মানি, যে বৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। আগের বছরের প্রথম প্রান্তিকে বিতাড়নের শিকার হয়েছিলেন চার হাজার ৭৯১ অভিবাসী।

আরএনডির প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে এ বছর শেষে বিতাড়িত লোকজনের সংখ্যা ২৪ হাজার ছাড়াতে পারে।

এর আগে ২০২৪ সালে ২০ হাজার এবং ২০২৩ সালে ১৬ হাজার ৫০০ অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠায় ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশটি।

এ বছরের প্রথম তিন মাসের বেশির ভাগ অভিবাসীকে বিতাড়ন করেছে আগের সরকার। নতুন সরকারও বিতাড়ন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

বিতাড়নের শিকার হওয়া অভিবাসীদের বেশির ভাগ তুরস্ক, জর্জিয়া, ফ্রান্স, স্পেন ও সার্বিয়ার। এ ছাড়া ইরাকের ১৫৭ জন এবং ইরানের পাঁচজন অভিবাসী রয়েছেন এ তালিকায়।