
ফিলিস্তিনকে ৩ কোটি ডলার সহায়তা সৌদির

টিবিএন ডেস্ক
প্রকাশিত: জুন ২৭ ২০২৫, ১৭:৩৬

ফিলিস্তিন ও সৌদি আরবের পতাকা। ছবি: আল অ্যারাবিয়া
- 0
সৌদির পক্ষ থেকে জানানো হয়, এটি ফিলিস্তিন রাষ্ট্রকে ২০২৫ সালে সৌদির দেওয়া অব্যাহত সহায়তার অংশ।
ফিলিস্তিনিদের জন্য বৃহস্পতিবার তিন কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে সৌদি আরব।
সৌদি গেজেট জানায়, জর্ডানের আম্মানে এক অনুষ্ঠানে ফিলিস্তিনের অর্থমন্ত্রী ওমর আল-বিতারের হাতে সৌদির আর্থিক সহায়তার এ কিস্তি তুলে দেওয়া হয়।
জর্ডানে সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মেদ মুনিস সহায়তার অর্থের চেক তুলে দেন আল-বিতারের হাতে।
সৌদির পক্ষ থেকে জানানো হয়, এটি ফিলিস্তিন রাষ্ট্রকে ২০২৫ সালে সৌদির দেওয়া অব্যাহত সহায়তার অংশ।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আল-বিতার ফিলিস্তিনকে সৌদি আরবের দেওয়া চলমান আর্থিক ও রাজনৈতিক সমর্থনের প্রশংসা করেন।
ওই সময় তিনি ইসরায়েলের সাম্প্রতিক নানা নীতির কারণে ফিলিস্তিনে সৃষ্ট মারাত্মক আর্থিক সংকটের মুখে এ সহায়তার গুরুত্ব তুলে ধরেন।
বক্তব্যে ফিলিস্তিন ও দেশটির জনগণের পক্ষে দীর্ঘদিনের সমর্থনের জন্য সৌদি আরবের গভীর প্রশংসা করেন আল-বিতার। একই সঙ্গে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সৌদির সমর্থনের বিষয়টি তুলে ধরেন তিনি।
আল-বিতার পবিত্র দুই মসজিদের জিম্মাদার বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন। তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার বিষয়টিও তুলে ধরেন তিনি।
মুনিস বলেন, সহায়তার এ কিস্তি ফিলিস্তিন সরকার এবং এর আর্থিক বাধ্যবাধকতা পূরণে সৌদির অঙ্গীকারের প্রতিফলন।
ফিলিস্তিনি জনগণের স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং তাদের অর্থনৈতিক ও মানবিক দুর্ভোগ লাঘরে এ সহায়তার গুরুত্ব তুলে ধরেন তিনি।
মুনিস জানান, সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বৃহত্তর সাহায্যের অংশ হিসেবে মানবিক সহায়তা, ত্রাণ ও উন্নয়ন সহায়তা হিসেবে ৫৩০ কোটি ডলার দেওয়া হয়েছে।