অ্যামেরিকার সুপ্রিম কোর্টের কাছে নিজের প্রত্যাশার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
নিজ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শনিবার রাতে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘সুপ্রিম কোর্টকে অবশ্যই অ্যামেরিকাকে উদ্ধারে এগিয়ে আসতে হবে।’
নিজ পোস্টে আইনজীবী ও সিনেট জুডিশিয়ারি কমিটির মনোনয়নবিষয়ক সাবেক চিফ কাউন্সেল মাইক ডেভিসের একটি পোস্ট সংযুক্ত করেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে একই দিনে দেওয়া পোস্টে সুপ্রিম কোর্টের দিকে ইঙ্গিত করে ডেভিস বলেন, ‘চলুন খোলাখুলিভাবে বলা যাক। অ্যামেরিকানদের ওপর ড্রোন হামলা চালাতে পারেন ওবামা, তবে ট্রাম্প বিদেশি সন্ত্রাসীদের তাড়িয়ে দিতে পারেন না।
‘বাইডেন ১০ মিলিয়নের বেশি অবৈধ বিদেশিকে নিয়ে আসতে পারেন, তবে ট্রাম্প বছরের পর বছর আদালতের প্রক্রিয়া সম্পন্ন না করে তাদের (নিজ নিজ) বাড়িতে পাঠাতে পারেন না।’
পোস্টে সুপ্রিম কোর্টের উদ্দেশে ডেভিস বলেন, ‘অ্যামেরিকান জনগণ কখনও এর সঙ্গে একমত নন। আমাদের প্রতিষ্ঠার সময নয়। গৃহযুদ্ধের পর নয়। তখন থেকে কোনো সময়েই নয়। সুনিশ্চিতভাবে গত নির্বাচনেও নয়।
‘সুপ্রিম কোর্ট বিপজ্জনক পথের দিকে ধাবিত হচ্ছে।’