মাউন্ট ব্যাল্ডিতে উদ্ধার দেহাবশেষ কি স্যান্ডের?

টিবিএন ডেস্ক

জুন ২৫ ২০২৩, ১৭:৫৫

নিখোঁজ ব্রিটিশ অভিনয়শিল্পী জুলিয়ান স্যান্ড। ছবি: সংগৃহীত

নিখোঁজ ব্রিটিশ অভিনয়শিল্পী জুলিয়ান স্যান্ড। ছবি: সংগৃহীত

  • 0

সাউথ ক্যালিফোর্নিয়ার মাউন্ট ব্যাল্ডিতে ব্রিটিশ অভিনয়শিল্পী জুলিয়ান স্যান্ডের নিখোঁজ হওয়ার ঘটনাস্থল থেকে একটি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে সেটি স্যান্ডের কিনা- তা জানতে কাজ করছে স্যান বার্নার্ডিনো কাউন্টি পুলিশ।

ওই পাহাড়ি এলাকায় গত ১৩ জানুয়ারি নিখোঁজ হন ৬৫ বছর বয়সী স্যান্ড।

কাউন্টি শেরিফ অফিস বিবৃতি দিয়ে জানিয়েছে, একটি সিভিলিয়ান হাইকার গ্রুপ মরদেহটি পেয়ে ফন্টানা শেরিফ অফিসে যোগাযোগ করে।

সেটি উদ্ধার করে পরিচয় শনাক্তের পরীক্ষার জন্য নেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহ নাগাদ মরদেহের পরিচয় নিশ্চিত করা যাবে।

লস অ্যাঞ্জেলেসের উত্তর-পূর্বে স্যান গ্যাব্রিয়েল মাউন্টেনে হাইকিং করতে গিয়ে নিখোঁজ হন জুলিয়ান স্যান্ড। তার মোবাইল ফোন ট্র্যাক করে সবশেষ অবস্থান মাউন্ট ব্যাল্ডিতে পাওয়া যায়। সেখানেই শুরু হয় উদ্ধার অভিযান।

স্যান্ডকে খুঁজে পেতে এ পর্যন্ত ৮০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্য কাজ করেছেন। ব্যবহার করা হয়েছে দুটি হেলিকপ্টার ও একটি ড্রোন। মাউন্ট ব্যাল্ডির প্রত্যন্ত অঞ্চলে চলে অভিযান। তবে কোথাও পাওয়া যায়নি তাকে।

স্যান্ড ১৯৮৫ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী ড্রামা ‘এ রুম উইথ এ ভিউ’ এর জর্জ এমারসন চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। এরপর তিনি ওয়ারলক, লিভিং লাস ভেগাস ও দ্য ফ্যান্টম অফ দ্য অপেরার মতো ক্ল্যাসিকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন