নিউয়ার্কের ফায়ার চিফ জানিয়েছেন, তার ডিভিশনের কর্মীদের এমন ভয়াবহ আগুন নেভানোর মতো অভিজ্ঞতা নেই। এমনকি তাদের পর্যাপ্ত সরঞ্জামেরও অভাব রয়েছে। জাহাজের গাড়িগুলোর গ্যাস ট্যাঙ্কার আগুনের জ্বালানি হিসেবে কাজ করছে।
তিনি বলেন, ‘গ্যাস ট্যাঙ্কারপূর্ণ গাড়িগুলো বিস্ফোরিত হতে থাকায় আগুন মোকাবিলা করা আমদের জন্য কঠিন হয়ে পড়ছে। এ সময়টি আরও দীর্ঘায়িত হতে পারে।’
পোর্ট নিউয়ার্কের এলিজাবেথ মেরিন টার্মিনালে কার্গো জাহাজ গ্র্যান্দে কোস্টা ডি অ্যাভোরিওতে বুধবার রাতে আগুন লাগে। রাতভর আগুন নেভানোর চেষ্টা করেন ফায়ার ফাইটাররা।
আগুন নেভাতে গিয়ে আটকা পড়েন অগাস্ট অ্যাকাবু ও ওয়েন ব্রুকস নামের দুই ফায়ার ফাইটার। দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেয়ার পর দুজনেরই মৃত্যু হয়। আগুন নেভাতে গিয়ে আহত হন পাঁচ ফায়ার ফাইটার।