ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হওয়ার কয়েকদিনের মাথায়, নিউ ইয়র্ক সিটির সন্ত্রাস দমন তহবিলে কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি--ফিমা এক বিজ্ঞপ্তিতে জানায়, চলতি বছর বৃহত্তম এই শহরের নিরাপত্তা তহবিলের জন্য, বরাদ্দ কমবে ৬৪ মিলিয়ন ডলার। যা গত বছরের তুলনায় প্রায় ৪১ শতাংশ কম।
এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা। হেক্টর রদ্রিগেয নামের এই স্থানীয় বলছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই শহরের নিরাপত্তা খাতে এমন পদক্ষেপ আগামীতে আরো বিপদ ডেকে আনবে। তিনি বলেন, ট্রাম্প কেবল অ্যামেরিকাই নয়, পুরো বিশ্বকে নিজের হাতের মুঠোয় নিতে চাইছেন। যেটি খুবই বিপদজ্জনক।
অন্যদিকে, ফেডারেল তহবিল কমানোয় নিরাপত্তা সংকটের কথা জানান, সিটিতে ঘুরতে আসা পর্যটকরাও। ভার্জিনিয়া থেকে আসা ড. ডায়ান জ্যাকসন শ্নোর বলছেন, নাগরিকদের ক্ষতি হয়, এমন সবকিছুই করছে বর্তমান প্রশাসন।
তবে, প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে এখনো ততটা শঙ্কিত নন ব্র্যাড ডেভিসের মতো দু-একজন।
গত মঙ্গলবার এই কাটছাঁটের পক্ষে যুক্তি দিয়ে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেন, আগের বছরগুলোতে বরাদ্দ হওয়া সব অর্থ ব্যয় করতে পারেনি সিটি কর্তৃপক্ষ। অন্যদিকে, হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের নিউ ইয়র্ক স্টেইট ডিভিশনের মুখপাত্র বলছেন, আগের অনুদানের প্রায় প্রতিটি অর্থ খরচ করেছে স্টেইটটি।
তবে এক বিজ্ঞপ্তিতে ফিমা জানিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের আপেক্ষিক ঝুঁকি বিশ্লেষণ করে, প্রতিটি শহরের জন্য আলাদাভাবে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।