পুলিশ জানিয়েছে, উল্টো পথে থাকা গাড়ির চালক, ২৩ বছর বয়সী জেয়লিনকে রকভিল ব্যারাকে হেফাজতে নেয়া হয়েছে। তিনি জর্জিয়ার ম্যাকনের বাসিন্দা। সংঘর্ষের পর তিনি পালিয়ে গেলেও পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
ম্যারিল্যান্ড স্টেইট পুলিশ (এমএসপি) ক্র্যাশ টিম দুর্ঘটনাটির তদন্ত করছে।
এমএসপির প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সাদা মার্সিডিজ এসইউভি আই-টু হান্ড্রেড সেভেনটি উত্তরগামী লেনের দক্ষিণগামী আই-ফোর হান্ড্রেড নাইটি ফাইভের বাইরের লুপের দিকে যাওয়ার সময় মন্টগোমারি কাউন্টিতে একটি লেক্সাস এবং নিসান পাথফাইন্ডারের সঙ্গে ধাক্কা খায়।
কাউন্টি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লেক্সাসের পাঁচ আরোহী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনায় নিসানে থাকা দুই প্রাপ্তবয়স্ক ও তিন শিশু আহত হয়েছে। নিসানের চালক আসনে থাকা এক নারীকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।’
নিহত নারীর পরিচয় জানা যায়নি।