টেনেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলছে গুলি চালানোর খবর পেয়ে ম্যারিয়ন কাউন্টি ডেপুটি ও জ্যাসপার শহরের পুলিশ অফিসাররা রাত ৯টার দিকে ঘটনাস্থলে যেয়ে ওই বাড়িতে আগুন লাগানো অবস্থায় দেখতে পায়।
দমকলকর্মীরা আগুন নেভানোর পর পুলিশ বাড়ির ভেতর তিন প্রাপ্তবয়স্ক ও তিন শিশুর মৃতদেহ খুঁজে পায়। মৃত ব্যক্তিদের মধ্যে হত্যাকারীও আছেন বলে ধারনা করছে পুলিশ।
এই ঘটনায় গুলিবিদ্ধ একজনকে জীবিত পাওয়া গেছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। ছয়জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ন্যাশভিলে নিয়ে যাওয়া হয়েছে।
মেরিয়ন কাউন্টি শেরিফ বো বার্নেট বলেছেন, ঘরোয়া কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টেনেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশনের স্পেশাল এজেন্টরা মৃত্যুর তদন্ত করছে।