নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি সড়কে সোমবার সকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন দুই তরুণ।
একই ব্লকে মাত্র দুই দিন আগে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বাহিনীটির বরাতে নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানায়, থ্রগস নেকের ফেরি পয়েন্ট পার্কের ঠিক বাইরে স্লাই অ্যাভিনিউর কাছে ব্রাশ অ্যাভিনিউতে সোমবার সকাল ছয়টার দিকে গুলি ছোড়া হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগীদের মধ্যে ২৯ বছর বয়সী অ্যাডাম ওয়ালড্রপটের তলপেট ও নিতম্বে গুলি লাগে। অন্যদিকে ২২ বছর বয়সী গ্যাব্রিয়েল আলভারেজের বগল ও কাঁধে গুলি করা হয়।
বাহিনীটি জানায়, স্কি মাস্ক পরা দুই বন্দুকধারী মপেডে পালিয়েছেন, যাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গুলির খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা ভুক্তভোগী উভয়কেই জ্যাকবি মেডিক্যাল সেন্টারে নিয়ে যান, কিন্তু তাদের বাঁচানো সম্ভব হয়নি।
পুলিশ জানায়, হামলায় প্রাণ হারানো আলভারেজ থাকতেন কানেকটিকাটের স্ট্র্যাটফোর্ড এলাকায়। অন্যদিকে ওয়ালড্রপট থাকতেন ব্রঙ্কসের পার্কচেস্টার সেকশনে।
একই ব্লকে শনিবার রাত তিনটা ৪০ মিনিটের গুলির সঙ্গে সোমবারের হত্যার কোনো যোগসূত্র আছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আগের ঘটনায় ২১ বছরের এক তরুণ পাকস্থলিতে গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।