কানাডা, যুক্তরাজ্য এবং ফ্রান্সের সিদ্ধান্তকে অনুসরণ করে এবার সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া।
দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ রোববার অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
আলবেনিজ বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিন স্থায়ী রাষ্ট্রগঠন না হওয়া পর্যন্ত শান্তি কেবল সাময়িকই হবে।’তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেবে।’
ফিলিস্তিনের স্বীকৃতি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিশ্রুতির ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন আলবেনিজ।
তিনি বলেছেন, অবরুদ্ধ গাজার পরিস্থিতি বিশ্ববাসীর আশঙ্কাকে ছাড়িয়ে গেছে এবং ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে।
আলবেনিজ মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানিয়ে আসছেন। তার মধ্য-বামপন্থী সরকার ইসরায়েলের নিরাপদ সীমানার মধ্যে অস্তিত্বের অধিকার এবং ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকারকে সমর্থন করে।
এ দিকে গত মাসে ফ্রান্স ও কানাডা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। ব্রিটেনের পক্ষ থেকেও বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সংকট তৈরি বন্ধ না করলে এবং যুদ্ধবিরতিতে না পৌঁছালে তারাও একই পদক্ষেপ নেবে।
ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জুলাই মাসে জানান, তিনি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন।