
নোরা ফাতেহির গ্ল্যামার লুক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াল তরুণীর

টিবিএন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১ ২০২৫, ১১:২৫

বলিউড তারকা নোরা ফাতেহি। ছবি: গালফ নিউজ
- 0
এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যাচাই করা হচ্ছে সব অভিযোগ।
বলিউড তারকা নোরা ফাতেহির গ্ল্যামারের প্রশংসা করেননা এমন মানুষ কমই আছে। তবে অভিনেত্রীর এই গ্ল্যামারই দুঃস্বপ্নের কারণ হয়ে উঠেছে ভারতের উত্তর প্রদেশের এক তরুণীর।
গালফ নিউজ জানায়, উত্তরপ্রদেশের মুরাদনগরের ২৬ বছর বয়সী এক তরুণীর অভিযোগ, তার ২৮ বছর বয়সী স্বামী বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির প্রতি এতোটাই আসক্ত যে নোরার মতো ফিটনেসে তৈরি জন্য অমানবিক নির্যাতন চালিয়েছেন স্ত্রীর ওপর।
ঐ তরুণী জনান, অভিনেত্রীর মতো শারীরিক গঠনের জন্য তাকে প্রতিদিন ৩ ঘণ্টা জিম করতে বাধ্য করতেন তার স্বামী। ওজন কমাতে খাবার ও সীমিত করেন পেশায় শিক্ষক স্বামী।
এ বছরের মার্চে বিয়ে হয় এই দম্পতির। ঐ নারী দাবি করেন, বিয়ের পর থেকেই তার চেহারা নিয়ে উপহাস করতেন স্বামী। প্রায়শই তার স্বামী অভিযোগ করে বলতেন, বলিউড তারকার মতো দেখতে কাউকে বিয়ে করতে না পেরে তার জীবন ধ্বংস হয়ে গেছে।
তরুণী জানান, তার পরিবার বিয়েতে একটি মাহিন্দ্রা স্করপিও, গয়না এবং নগদ অর্থসহ প্রায় ৭৫ লক্ষ টাকা খরচ করেছেন। তিনি অভিযোগ করেন যে তার শ্বশুরবাড়ির লোকেরা যৌতুকের জন্য তাকে নির্যাতন চালিয়ে যাচ্ছিল।
এখানেই থেমে থাকেন নি তার স্বামী। তরুণী গর্ভবতী জানার পর দুমাস আগে স্ত্রীর অজান্তে তাকে গর্ভপাতও করায় স্বামীর পরিবার। জুলাইয়ের শেষের দিকে, তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে তাদের বাড়ি থেকেও বের করে দেয়।
পুলিশ এখন স্বামী এবং তার বাবা-মায়ের বিরুদ্ধে যৌতুক, শারীরিক নির্যাতন, অপমান এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে এফআইআর দায়ের করেছে।
ডেপুটি পুলিশ কমিশনার ধাওয়াল জয়সওয়াল জানান, এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ যাচাই করা হচ্ছে।