রাশিয়ার কামচাটকা অঞ্চলে বুধবার ভোরে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ শক্তিশালী ভূমিকম্পে ইতোমধ্যে বিপর্যস্ত রাশিয়া।
শক্তিশালী এই ভূমিকম্পের মধ্যেই এক বিরল দৃশ্য দেখা গেছে রাশিয়ার একটি হাসপাতালে।
রাশিয়ার কামচাটকা অঞ্চলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে বুধবার দেখা যায়, কামচাটকা ক্যান্সার সেন্টারে চিকিৎসকরা অস্ত্রোপচার করছেন। ঠিক সেসময় আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি।
শক্তিশালী ভূমিকম্প সত্ত্বেও রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির চিকিৎসকরা একজন রোগীর অস্ত্রোপচার চালিয়ে যান।
ভিডিওতে দেখা যাচ্ছে, ভূমিকম্পের সময় অপারেশন রুমে প্রচণ্ডভাবে কাঁপতে থাকে। কাঁপতে থাকা অবস্থায়ই ডাক্তারদের রোগী, অস্ত্রোপচারের সরঞ্জাম এবং মনিটর ধরে থাকতে দেখা যায়।
কামচাটকার স্বাস্থ্যমন্ত্রী ওলেগ মেলনিকভ বলেন, ‘জীবনের ঝুঁকি সত্ত্বেও, ডাক্তাররা শান্ত ছিলেন এবং শেষ অবধি রোগীর সাথে ছিলেন। বর্তমানে রোগীটি ভালো আছেন।’
প্রকাশিত ভিডিওটি সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।