সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে হবে।
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রবিবার ছাত্রদলের অংশগ্রহণে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপিকে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে’, বলেন তারেক রহমান।
‘সামনের সময়গুলো খুব ভালো নয়। কঠিন সময় অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে’, যোগ করেন তিনি।
নানামুখী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অনেকবার বলেছি, সামনে অনেক কঠিন সময় আসবে। বিভিন্ন ষড়যন্ত্র হবে। গণতন্ত্রে উত্তরণের পথ কঠিন হবে।
‘এখন নিশ্চয়ই আপনারা আমার কথার সত্যতা পাচ্ছেন, তবে সবাই ঐক্য ধরে রাখুন। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে ইনশাল্লাহ।’
বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান।
তিনি বলেন, ‘সকল ষড়যন্ত্র রুখে দেবার অন্যতম উপায় হলো গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্র। আমরা যদি এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি তবে অনেক ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। তারপরও সামনে অনেক বাধা, অনেক কঠিন সময় আসবে। কারণ প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে।
‘বিএনপি সারা জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছে। আগামীতেও সমস্ত ষড়যন্ত্র পাশ কাটিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।’